আকস্মিক তুষারপাতে ইউরোপের পশ্চিমাঞ্চল অচল

ইউরোপের পশ্চিমাঞ্চলে আকস্মিক তুষারপাতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বন্ধ হয়ে গেছে ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর এবং ইংলিশ চ্যানেলের নিচ দিয়ে ট্রেন চলাচল। এ পরিস্থিতিতে যান চলাচল স্বাভাবিক রাখতে ফ্রান্সের সেনাবাহিনীকে রাস্তা থেকে বরফ সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ‘টাইমস অব ইন্ডিয়া’ অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এই তুষারপাত ইউরোপের উত্তর ও পূর্বাঞ্চলসহ প্রতিবেশী দেশ ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও বেলজিয়ামের জন্য নিয়মিত ঘটনা হলেও গতকাল মঙ্গলবারের প্রচণ্ড তুষারপাতের জন্য প্রস্তুত ছিল না দেশগুলো।snow
বসন্তের সৌন্দর্য উপভোগের বদলে এখন পর্যটকেরা গাড়ির ভেতরে, ট্রেনের প্ল্যাটফর্মে এবং বিমানবন্দরের হলঘরে আটকা পড়েছেন। স্কুলগামী হাজার হাজার শিশুকে বাড়িতেই থাকতে হচ্ছে। অনেক বাড়িঘর বিদ্যুত্হীন হয়ে পড়েছে।
পাঁচ ইঞ্চি তুষারপাতের পর ইউরোপের তৃতীয় ব্যস্ততম ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর গতকাল দিনের মাঝামাঝি সময় থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে সেখানকার ৩৫৫টির বেশি ফ্লাইট।
ফ্রাঙ্কফুর্টের উত্তরাঞ্চলে মুয়েনজেনবার্গের কাছে যানবাহন চলাচলের এক সড়কে দুর্ঘটনায় শতাধিক গাড়ি ও ট্রাক দুমড়ে-মুচড়ে জঞ্জালের স্তূপ জমিয়েছে। এতে সড়কটি বন্ধ রয়েছে। পুলিশ জানায়, সেখানে দুর্ঘটনায় অনেকে আহত হলেও কেউ নিহত হয়েছে বলে খবর পাওয়া যায়নি।
প্যারিসের অরলি বিমানবন্দরে বরফের কারণে তিউনিসিয়ার একটি বিমান রানওয়ে থেকে পিছলে ছিটকে গেছে। ফ্রান্সের সবচেয়ে বড় যাত্রীবাহী এয়ারলাইন প্রতিষ্ঠান এয়ার ফ্রান্স টু্ইটারে সতর্ক বার্তা দিয়েছে, ইউরোপ বা প্যারিস হয়ে ফ্রান্সে যাওয়ার ফ্লাইটগুলো ছাড়তে দেরি হতে পারে।
ইংলিশ চ্যানেলের নিচ দিয়ে চলাচলকারী ইউরোস্টার ট্রেনের চলাচল গতকাল সকাল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। ইউরোস্টারের মুখপাত্র লুসি দারকে বলেন, ফ্রান্সের উত্তরাঞ্চলে ও বেলজিয়ামে প্রচণ্ড বৈরী আবহাওয়ার কারণে বাধ্য হয়ে রেলযোগাযোগ বন্ধ করতে হয়েছে।
ফ্রান্সের প্রধানমন্ত্রী জ মাখ এহুর বেতার ভাষণে বলেন, রাস্তায় গাড়িতে আটকে পড়া লোকজনকে রক্ষা করতে এবং রাস্তা থেকে বরফ সরিয়ে নিতে সেনাবাহিনী স্থানীয় লোকজনের সহায়তা চেয়েছে।snow1
এদিকে, ফ্রান্সের উত্তরাঞ্চলের কিছু কিছু এলাকায় ১৯ ইঞ্চি তুষারপাতের খবর পাওয়া গেছে। ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলে মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ অবস্থায় তুষারপাতে রাস্তাঘাট পিচ্ছিল হয়ে যাওয়ায় ২৪ ঘণ্টায় ৩০০টির বেশি সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। বেলজিয়ামে সকালের ব্যস্ত সময়ে এক হাজার ৬০০ কিলোমিটার রাস্তায় যানজটের রেকর্ড সৃষ্টি হয়।

http://www.prothom-alo.com/detail/date/2013-03-13

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics