ইপসার “বৈশ্বিক উন্নয়নের ধারা: প্রেক্ষিত বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
গত ২৫ ফেব্রুয়ারী সমাজ উন্নয়ন সংস্থা ইয়ং পাওয়ার ইন স্যোশাল এ্যাকশন ( ইপসা)-এর ম্যানেজম্যান্ট ফর ডেভেলাপম্যান্ট বিভাগের উদ্যোগে আয়োজিত হলো ” সাম থট অন দি রিসেন্ট ট্রেন্টস ইন ডেভেলাপম্যান্ট এন্ড দেয়ার রিলেভেন্স ফর ডেভেলাপম্যান্ট ম্যানেজারস” শীর্ষক কর্মশালা।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। তিনি বলেন, বিশ্বব্যাপী উন্নয়নের ধারণা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে আর সেই ধারার সাথে সাদৃশ্য রেখে বাংলাদেশও বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ণ করছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন উন্নয়ন সংস্থা প্রকল্প অর্থায়নে উদ্ভাবনী ধারণার কর্মসূচিগুলোকে প্রাধান্য দেয় এবং প্রকল্প প্রণয়নের কাজে নিয়োজিত উন্নয়নকর্মী এবং বেসরকারী সংস্থা, গবেষণা প্রতিষ্ঠানসমূহকে সাম্প্রতিক উন্নয়নের ধ্যান ধারণা সম্পর্কে সচেতন থেকে উন্নয়ন কর্মসূচি প্রণয়ন করলে তার টেকসই বাস্তবায়ন সম্ভব’
আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনসারভেশন অফ নেচার ( আইউসিএন)-এর সাবেক কান্ট্রি ডিরেক্টর অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বিশ্বব্যাপি মানব উন্নয়নের ক্রমবিকাশ উপস্থাপন এবং মিলেনিয়াম ডেভেলাপম্যান্ট গোল এর লক্ষ্যমাত্রা পুরণে বাংলাদেশের অবস্থান বিশ্লেষণ করেন। তিনি বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন নীতিমালা যেমন ষষ্ট পঞ্চবার্ষিক পরিকল্পনা, ভিশন ২০২১, বাংলাদেশ পরিবেশ এবং জলবায়ু সহনশীল টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০২১, সার্ক উন্নয়ন লক্ষ্যমাত্রা বিশ্লেষণ করেন।
ইপসার প্রধান নির্বাহী মো: আরিফুর রহমান কর্মশালার স্বাগত বক্তব্যে পৃথিবীব্যাপী টেকসই উন্নয়ন নীতিমালা নির্ধারণে জাতিসংঘ এবং বিভিন্ন উন্নয়ন সংস্থা বিভিন্ন পলিসি প্রণয়ন করে। এসব নীতিমালাসমূহের সাম্প্রতিক সংযোজন “সাসটেইনেবল ডেভেলাপম্যান্ট গোল” যা ২০১৫ সাল থেকে বাস্তবায়িত হবে বলে আশা করা যায়। এছাড়া মিলেনিয়াম ডেভেলাপম্যান্ট গোল বা এমডিজি’র লক্ষ্যমাত্রা পূরণে বাংলাদেশ সরকারের পাশাপাশি বেসরকারী সংস্থাসমূহের রয়েছে প্রভূত অবদান। আর তাই ভবিষ্যতের উন্নয়নের পন্থাগুলোর সাথে উন্নয়নকর্মীদের অবহিত করার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন। এই কর্মশালায় ইপসার পরিচালক ( সামাজিক উন্নয়ন) মো. মাহবুবুর রহমান, ইপসার পরিচালক ( অর্থ) পলাশ চৌধুরী, এইচএলপি প্রকল্পের টিম লিডার মো. শাহজাহান, মো: আলী শাহীন, নিখিলেশ চাকমা, সৈয়দ আশ্রাফ উল্লাহ, প্রবাল বড়ূয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষক আনোয়ার চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন ।
এনভাইরনমেন্টমুভ ডটকম ডেস্ক