উত্তুরে খুন্তেহাঁস
উত্তুরে খুন্তেহাঁস বা খুন্তেহাঁস (Anas clypeata) (ইংরেজি Northern Shoveler) অ্যানাটিডি পরিবারের অধীনে অ্যানাস গণের অন্তর্ভুক্ত এক ধরনের হাঁস। ল্যাটিন শব্দে anas মানে হাঁস ও clypeata মানে লম্বা ঠোঁট । শীতকালে এদের বাংলাদেশে দেখা যায়। এরা বাংলাদেশের পরিযায়ী পাখি। বাংলাদেশের ঢাকা সিলেট চট্টগ্রাম বরিশাল খুলনা রংপুর ও রাজশাহি অঞ্চলে এদের দেখতে পাওয়া যায়। আই. ইউ. সি. এন. এই প্রজাতিটিকে Least Concern বা আশংকাহীন বলে ঘোষণা করেছে। বাংলাদেশে এরা Least Concern বা আশংকাহীন বলে বিবেচিত।
উত্তুরে খুন্তেহাঁসকে সহজেই এদের বড় চামচাকৃতির ঠোঁট দিয়ে চিনতে পারা যায় । এরা আকারে ১৯ ইঞ্চি হতে পারে। পাখার বিস্তৃতি ৩০ ইঞ্চির মতো হয়ে থাকে এবং ওজনে এরা ৬০০ গ্রাম হতে পারে। পুরুষ হাঁসটির মাথার রঙ গাঢ় সবুজ । বুকের রঙ হয় সাদা ও পেট বাদামি বর্ণের হয়ে থাকে। সামনে ডানার পালকের রঙ ধূসর নীল। অপ্রাপ্তবয়স্ক পুরুষ হাঁস দেখতে স্ত্রী হাঁসের মতো। স্ত্রী হাঁসের গায়ের রঙ খয়েরী এবং এরসাথে কালো কালো ফোঁটা দেখা যায় । এদের দেখতে অনেকটা স্ত্রী নীলমাথা হাঁসের মতো। তবে এদের ঠোঁট অনেক বড় হয় । ঠোঁট কমলা রঙের হয়। সামনের ডানার রঙ খয়েরী ।
উত্তুরে খুন্তেহাঁস জলজ উদ্ভিদ ও পানিতে থাকা অমেরুদণ্ডী প্রানিদের খাদ্য হিসাবে গ্রহন করে। পুরুষ পাখিটি প্রজননের সময় হিংস্র হরে থাকে এবং অন্য পুরুষের কাছ থেকে নিজেদের স্ত্রী ও এলাকাকে রক্ষা করতে উদ্যোগী হয়। এরা জমিতে বাসা বানায় । স্ত্রী হাঁস একসাথে ৯ টি ডিম পাড়ে ।