একটি বিশাল পাখির মর্মান্তিক হত্যাকাণ্ড!!
এটি একটি শকুনের ছবি। বার্ড বাংলাদেশ গ্রুপের তথ্য মতে এর প্রজাতি হল Griffon Vulture (Gyps fulvus)। তবে এটি এখন আর জীবিত নেই, মৃত!। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বড়দারোগাহাট এলাকার মহালংকা গ্রামের ঘটনা এটি। পুকুরপাড়ে বাসা বেঁধেছিল এই শকুন। ১০/১২ বছরের একদল বালক প্রথমে রাবারের গুলতি দিয়ে গুলি করে ও পরে পিটিয়ে এই শকুনটিকে হত্যা করে। অনেকটা আনন্দ উৎসবের মতো করে বিশাল এই পাখিটি তারা হত্যা করে। এই বালকদের অভিবাবকরা বাঁধা দেয় নি বা নিষেধ করে নি তাদের এই মরণ খেলায়।
‘কাজী নোমান’ নামের একজন সচেতন নাগরিক, বালকরা পাখি মারছে শুনেই দ্রুত সেখানে ছুটে যান পাখিটিকে বাঁচাতে। কিন্তু দুর্ভাগ্য, ঘটনাস্থলে পৌঁছার আগেই পাখিটি মৃত্যুর কোলে ঢলে পরে। তিনি এই ছবিটি তুলে জনপ্রিয় ফেসবুক পেইজ ‘প্রাণী জগতের অজানা রহস্য’ তে পাঠিয়েছেন, যাতে এই হত্যার ঘটনাটি দেশের মানুষের সামনে তুলে ধরা হয়। এই ঘটনা থেকে যদি কেউ শিক্ষা গ্রহণ করে বা সচেতন হয়; এজন্য এই বার্তাটি সকলকে জানানো।
শকুন বাংলাদেশের চরম বিপন্ন একটি পাখি। বিলুপ্তির একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে এটি। গত কয়েক বছরে এদের সংখ্যা ৯৯% কমে গেছে। বাংলাদেশে এখন যেখানে শকুন দেখতে পাওয়াই দুষ্কর, সেখানে এই শকুনের মৃত্যু খুবই মর্মান্তিক একটা ঘটনা। সচেতনতার অভাবে এই শকুনটি মারা গেল। অনেকটা বিনা বাধায় বাংলাদেশের আনাচে কানাচে প্রতিদিন এভাবে বহু বন্যপ্রাণী হত্যা হচ্ছে।
নিউজটি জনপ্রিয় ফেসবুক পেইজ ” প্রাণী জগতের অজানা রহস্য” থেকে সংগৃহীত