এরোসল বৃত্তান্ত
এরোসল বলতেই চোখের সামনে ভেসে উঠে সেই চিরচেনা এসিএই এরোসলের সাদায় আর হালকা সবুজে মেশানো এক নম্বর মশা তাড়ানোর অস্ত্রের ক্যান!!! কিন্তু প্রকৃতপক্ষে বৈজ্ঞানিকভাবে এরোসল বলতে বোঝানো হয় কঠিন বা তরল পদার্থের এমনসব কণা যেগুলো খালি চোখে আমরা সাধারণত দেখতে পাইনা এবং কণাগুলো নিয়মিত ভাবেই বায়ুমণ্ডলে ভ্রমণ করে ধীর গতিতে আমাদের পৃথিবীপৃষ্ঠে পড়ছে। এরোসল কণাগুলো মূলত মেঘ,কুয়াশা আর বায়ুমণ্ডলে ভেসে থাকা বিভিন্ন উপাদানের সমস্টি। দৈনন্দিন জীবনে আমরা যে এরোসল ব্যবহার করে থাকি সেগুলো হলো অতিরিক্ত চাপে ক্যানজাত বিভিন্ন তরল পদার্থ যা আমরা বিভিন্ন উদেশ্যে ব্যবহার করে থাকি যেমনঃ মশা তাড়াতে, হেয়ার স্প্রে, প্রসাধনি, সুগন্ধি ইত্যাদি। এ সব স্প্রে ছোঁড়ার পরে আনুভূমিকভাবে সঞ্চালিত হয়ে থাকে যেটি মূলত অন্য একটি পদার্থ দ্বারা নিয়ন্ত্রিত হয়। একটা সময় ছিল যখন ক্যানজাত এরোসল স্প্রে গুলোতে চালিকা পদার্থ হিসেবে সিএফসি বা ক্লরোফ্লরো কার্বন ব্যবহার করা হতো তাদের নিস্ক্রিয়তা ধর্মের কারণে। পরবর্তীকালে সিএফসি পরিবেশের জন্য একটি মারাত্মক হুমকি বলে প্রমাণিত হলে এরোসল ক্যানে এটির ব্যবহার নিষিদ্ধ করা হয়। তবে এখনো চিকিৎসা বিজ্ঞানে কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে এজমা চিকিৎসায় সিএফসি ব্যবহৃত স্প্রে দেখা যায়। তবে আমারা খুব সহজেই পরিবান্ধব উপায়ে এরোসল স্প্রে তৈরি করতে পারি যেগুলো হতে পারে গ্রিনহাউস গ্যাস বিউটেন মুক্ত। এক্ষেত্রে স্প্রিং যুক্ত বায়ুপাম্প বোতল ব্যবহার করা যেতে পারে যা খুব সহজেই পুনঃব্যবহারযোগ্য এবং সাশ্রয়ী বটে।
www.environmentmove.earth