কাঠবিড়ালি

ছোট কিন্তু খুব চঞ্চল প্রকৃতির প্রাণী কাঠবিড়ালি । আমরা হয়তো আনেকেই দেখেছি কাঠবিড়ালি , ছোট বেলায় হয়ত ছুটে বেরিয়েছি কাঠবিড়ালি ধরবার আশায় । কিন্তু চালাক এই প্রাণীটি ধরা যেন অসাধ্য । এই মনে হয় হাতের কাছেই, চেষ্টা করলেই ধরা যাবে কিন্তু চোখের পলকেই ছুট । এ-গাছ ও-গাছ করে কোথায় যে হারিয়ে যায় , খুঁজেই পাওয়া মুশকিল ।
আমাদের বাংলাদেশে ৯ প্রজাতির কাঠবিড়ালি আছে ।

(1) Black Giant Squirrel
(2) Particolored Flying Squirrel
(3) Hodgson’s Giant Flying
(4) Red Giant Flying Squirrel
(5) Pallas’s Squirrel
(6) Irrawaddy Squirrel
(7) Orange-bellied Himalayan Squirrel
(8) Three-striped Palm Squirrel
(9) Five-striped Palm Squirrel 968824_533824399986287_2126463030_n

একেক জনের বাস একেক পরিবেশে। কেউ পাহারে কেউ সমতলে কেউ বাদাবনে । তবে এক সময় আমাদের বাংলাদেশের প্রায় সব জেলাতেই কাঠবিড়ালি ছিল । এখন তেমনটি নেই । অল্প কিছু জেলাতেই কাঠবিড়ালি টিকে আছে । আবাস ধ্বংস , মাংসের জন্য ও সখের শিকারের ফলে এরাও বাংলাদেশের অন্য সব বন্যপ্রাণীর মত বিপন্ন । বাংলাদেশের স্তন্যপায়ী বন্যপ্রাণী পরিচিতি পর্বে আগামীতে থাকছে বাংলাদেশের এই ৯ প্রজাতির কাঠবিড়ালি ।

লেখা – ঋজু আজম
ছবি- ইন্টারনেট

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics