কি নামে ডাকবেন?? এলিগেটর নাকি ক্রকোডাইল !!!!
মাহবুব রেজওয়ান
অবসরে বসে টেলিভিশনের রিমোটে আঙ্গুল দাবিয়ে পৌঁছে গেছেন ন্যাট জিও কিংবা ডিসকভারির পর্দায়,দেখছেন ভয়ংকর সুন্দর এলিগেটর আর ক্রকোডাইলদের নিয়ে নানা রকমের প্রামাণ্যচিত্র।উত্তেজনায় ঠাসা আর রহস্যের আধার এসব দেখতে দেখতেই আপনার মনে প্রশ্ন জাগলো , তাহলে কুমিরের ইংরেজি কি হবে?? এলিগেটর নাকি ক্রকোডাইল, ক্রকোডাইল নাকি এলিগেটর !!! এলিগেটর হোক আর ক্রকোডাইল হোক, বাংলাতে আমরা এদের কুমির বলেই জানি। আপনি আবারো ভাবছেন, আসলে কি এই দুটি একই প্রজাতি? নাকি এদের মাঝে ভিন্নতা আছে? চলুন দেখা যাক আপনার তৃষ্ণা মেটানো যায় কিনা……
- এলিগেটর আর ক্রকোডাইল এর মধ্যে পার্থক্য করতে গেলে প্রথমেই আসে এদের বৈজ্ঞানিক নামকরণে। এলিগেটর ও ক্রকোডাইল এই দুটিই Crocodylia বর্গের অন্তর্ভুক্ত হলেও এলিগেটর হচ্ছে Alligatoridae গোত্রের এবং ক্রকোডাইল হচ্ছে Crocodylidae গোত্রের অন্তর্ভুক্ত।
- এলিগেটরের মাথা তুলনামূলকভাবে কিছুটা ছোট হয়ে থাকে এবং কিছুটা ইংরেজি U আকৃতির হয়ে থাকে। অপরদিকে ক্রকোডাইলের মাথাটি তুলনামূলকভাবে কিছুটা বড় হয় এবং দেখতে ইংরেজি V আকৃতির হয়ে থাকে।
- এলিগেটর সাধারনত মিঠা পানিতেই বেশি দেখা যায়। অল্প কিছু লোনা পানিতেও বাস করে। অন্যদিকে ক্রকোডাইল লোনা পানিতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। তবে কিছু মিঠা পানির ক্রকোডাইলও দেখতে পাওয়া যায়।
- এদের আরেকটি প্রধান পার্থক্য রয়েছে এদের গায়ের রঙে। এলিগেটরের গায়ের রং বেশখানিকটা গাঢ় হয়ে থাকে। ক্রকোডাইলের গায়ের রং তুলনামূলক হালকা হয়।
- স্বভাবের মধ্যেও এদের মাঝে ভিন্নতা রয়েছে। ক্রকোডাইল তুলনামূলকভাবে কিছুটা বেশি আক্রমণাত্মক স্বভাবের হয়ে থাকে। এইদিক থেকে এলিগেটর কিছুটা কম আক্রমণাত্মক স্বভাবের হয়।
- এলিগেটর সাধারনত আমেরিকা মহাদেশ বিশেষ করে উত্তর আমেরিকায় বেশি দেখা যায়। তাছাড়াও, চীনের কিছু অঞ্চলেও এদের দেখা যায়। অন্যদিকে ক্রকোডাইল মোটামুটি বিশ্বের সব জায়গাতেই কম বেশি বিচরণ করে।
- এলিগেটর আর ক্রকোডাইল এর মধ্যে আরেকটি বড় পার্থক্য দেখা যায় এদের শক্তিশালী দাঁতের মধ্যে। এলিগেটরের দাঁত তুলনামূলকভাবে ভোঁতা হয়ে থাকে এবং ক্রকোডাইলের দাঁত হয় তীক্ষ্ণ। তবে কিছুটা ভোঁতা হলেও এলিগেটরের দাঁত কম শক্তিশালী এমনটা মনে করার কোন কারণ নেই।
- এলিগেটর এবং ক্রকোডাইল এর মধ্যে যদি সাঁতার প্রতিযোগিতা হয়, তাহলে হয়তো ক্রকোডাইল কিছুটা এগিয়ে থাকবে। পানিতে ক্রকোডাইল সাধারনত ঘণ্টায় ২০ মাইল বেগে সাঁতার কাটতে পারে।
এনভাইরনমেন্টমুভ ডটকম
০৩/০৯/২০১৩