গ্রিন এক্সপ্লোর সোসাইটির স্বেচ্ছাসেবক নিবন্ধন কার্যক্রম চলছে
শাবিপ্রবির একমাত্র পরিবেশ বিষয়ক সংগঠন গ্রিন এক্সপ্লোর সোসাইটি জনমনে ও ছাত্র সমাজে প্রকৃতি ও পরিবেশ নিয়ে সচেতনতা সৃষ্টি এবং প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের লক্ষে সর্বদা কাজ করে চলেছে । এরই ধারাবাহিকতায় ক্যাম্পাস এর বাইরে প্রকৃতি এবং পরিবেশ নিয়ে কাজ করতে ইচ্ছুকদের জন্য স্বেচ্ছাসেবক (Volunteer) নিবন্ধন কার্যক্রম চলছে ।
শাবিপ্রবি ব্যতীত অন্য যে কোন বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলের আগ্রহী শিক্ষার্থী, শিক্ষক অথবা পরিবেশ ও প্রকৃতি রক্ষায় কাজ করতে আগ্রহী এমন যে কেউ অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে গ্রিন এক্সপ্লোর সোসাইটির স্বেচ্ছাসেবক হিসেবে নিবন্ধনের আবেদন করতে পারবেন । পরিবেশ নিয়ে কাজ করতে বয়স কোন বাধা নয় । তাই শাবিপ্রবির বাইরে যে কোন বয়সের আগ্রহী যে কেউ স্বেচ্ছাসেবক হিসেবে গ্রিন এক্সপ্লোর সোসাইটির সাথে একযোগে কাজ করার জন্য আবেদন করতে পারবেন ।
গ্রিন এক্সপ্লোর সোসাইটির স্বেচ্ছাসেবক(Volunteer) হতে আগ্রহী ব্যাক্তিগন “http://greenexploresociety.org/volunteer-membership/” এই ওয়েবসাইট লিংক এ গিয়ে বিস্তারিত জানতে পারবেন ।
স্বেচ্ছাসেবক হতে যারা আগ্রহী তাদেরকে Volunteer Membership Request Form টি পূরণ করে জমা দিতে হবে । এ ফর্ম টি আপনি সরাসরি গ্রিন এক্সপ্লোর সোসাইটির ওয়েবসাইট থেকে পূরণ করে জমা দিতে পারেন । Volunteer Membership Request Form এর ওয়েবসাইট লিংকঃ http://greenexploresociety.org/volunteer-membership-request-form/
আবেদন পত্র জমা হয়ে যাওয়ার পরে নির্বাচিত সদস্যদেরকে এস.এম.এস এর মাধ্যমে স্বেচ্ছাসেবক সদস্য পদ এর কনফার্মেশন জানিয়ে দেওয়া হবে এবং সেই সাথে একটি আইডেন্টিফিকেশন নং দেওয়া হবে ।
গ্রিন এক্সপ্লোর সোসাইটির একজন স্বেচ্ছাসেবক (Volunteer Member) হওয়ার জন্য আগ্রহী ব্যাক্তি অথবা একজন স্বেচ্ছাসেবককে অবশ্যই গ্রিন এক্সপ্লোর সোসাইটির নিয়ম কানুন এবং স্বেচ্ছাসেবক হওয়ার শর্তাবলী মেনে চলতে হবে । স্বেচ্ছাসেবক হওয়ার শর্তাবলী গুলো গ্রিন এক্সপ্লোর সোসাইটির ওয়েবসাইট এ পাওয়া যাবে। শর্তাবলী সমূহের লিংকঃ http://greenexploresociety.org/terms-conditions-for-volunteer-membership/