গ্রিন এক্সপ্লোর সোসাইটির স্বেচ্ছাসেবক নিবন্ধন কার্যক্রম চলছে

শাবিপ্রবির একমাত্র পরিবেশ বিষয়ক সংগঠন গ্রিন এক্সপ্লোর সোসাইটি জনমনে ও ছাত্র সমাজে প্রকৃতি ও পরিবেশ নিয়ে সচেতনতা সৃষ্টি এবং প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের লক্ষে সর্বদা কাজ করে চলেছে । এরই ধারাবাহিকতায় ক্যাম্পাস এর বাইরে প্রকৃতি এবং পরিবেশ নিয়ে কাজ করতে ইচ্ছুকদের জন্য স্বেচ্ছাসেবক (Volunteer) নিবন্ধন কার্যক্রম চলছে ।

শাবিপ্রবি ব্যতীত অন্য যে কোন বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলের আগ্রহী শিক্ষার্থী, শিক্ষক অথবা পরিবেশ ও প্রকৃতি রক্ষায় কাজ করতে আগ্রহী এমন যে কেউ অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে গ্রিন এক্সপ্লোর সোসাইটির স্বেচ্ছাসেবক হিসেবে নিবন্ধনের আবেদন করতে পারবেন । পরিবেশ নিয়ে কাজ করতে বয়স কোন বাধা নয় । তাই শাবিপ্রবির বাইরে যে কোন বয়সের আগ্রহী যে কেউ স্বেচ্ছাসেবক হিসেবে গ্রিন এক্সপ্লোর সোসাইটির সাথে একযোগে কাজ করার জন্য আবেদন করতে পারবেন ।green explore society

গ্রিন এক্সপ্লোর সোসাইটির স্বেচ্ছাসেবক(Volunteer) হতে আগ্রহী ব্যাক্তিগন “http://greenexploresociety.org/volunteer-membership/” এই ওয়েবসাইট লিংক এ গিয়ে বিস্তারিত জানতে পারবেন ।

স্বেচ্ছাসেবক হতে যারা  আগ্রহী তাদেরকে Volunteer Membership Request Form টি পূরণ করে জমা দিতে হবে । এ ফর্ম টি আপনি সরাসরি গ্রিন এক্সপ্লোর সোসাইটির ওয়েবসাইট থেকে পূরণ করে জমা দিতে পারেন । Volunteer Membership Request Form এর ওয়েবসাইট লিংকঃ http://greenexploresociety.org/volunteer-membership-request-form/

আবেদন পত্র জমা হয়ে যাওয়ার পরে নির্বাচিত সদস্যদেরকে এস.এম.এস এর মাধ্যমে স্বেচ্ছাসেবক সদস্য পদ এর কনফার্মেশন জানিয়ে দেওয়া হবে এবং সেই সাথে একটি আইডেন্টিফিকেশন নং দেওয়া হবে ।

গ্রিন এক্সপ্লোর সোসাইটির একজন স্বেচ্ছাসেবক (Volunteer Member) হওয়ার জন্য আগ্রহী ব্যাক্তি অথবা একজন স্বেচ্ছাসেবককে অবশ্যই গ্রিন এক্সপ্লোর সোসাইটির নিয়ম কানুন এবং স্বেচ্ছাসেবক হওয়ার শর্তাবলী মেনে চলতে হবে । স্বেচ্ছাসেবক হওয়ার শর্তাবলী গুলো গ্রিন এক্সপ্লোর সোসাইটির ওয়েবসাইট এ পাওয়া যাবে। শর্তাবলী সমূহের লিংকঃ http://greenexploresociety.org/terms-conditions-for-volunteer-membership/

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics