চাই বিশুদ্ধ পানি

download (3)এখন বিশুদ্ধ পানির পর্যাপ্ত সরবরাহ মানুষের মৌলিক চাহিদার পাশাপাশি মৌলিক অধিকার হিসেবে বিবেচিত হচ্ছে। গৃহস্থালির কাজে, কারখানা সচল রাখতে সর্বোপরি জীবনধারণে পানির গুরুত্ব অপরিসীম। বিশুদ্ধ পানি ও সুষ্ঠু পয়ঃনিষ্কাশন ব্যবস্থা স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি এখন বিশ্বজুড়ে প্রতিটি মানুষের মৌলিক দাবি। ২০১৩ সালকে তাই বিশ্বব্যাপী পানির সুষম বণ্টনের বছর হিসেবে ঘোষণা করা হয়। বিশ্বস্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী বিশুদ্ধ পানি ও সুষ্ঠু পয়ঃনিষ্কাশনের অভাবে প্রতিদিন পাঁচ বছরের কম বয়সী ৬টি শিশুর ১ জন মারা যায়। এদের মধ্যে ৯০ ভাগ শিশু মৃত্যুর মূল কারণ ডায়রিয়া। এ মৃত্যুর হার ভারত ও আফগানিস্তানে সবচেয়ে বেশি, প্রায় ১৩ শতাংশ। এ ছাড়া দৈনন্দিন কাজের জন্য প্রয়োজনীয় পানির অভাব হলে পরিচ্ছন্নতা বজায় রাখা সম্ভব হয় না। ফলে বিভিন্ন ছোঁয়াচে চর্ম রোগসহ চোখের প্রদাহ হয়। এ ছাড়া বিশুদ্ধ পানির অভাব হলে ডায়রিয়ার পাশাপাশি কলেরা, আমাশয়, টাইফয়েড, হেপাটাইটিস-এ ইত্যাদি রোগ হয়ে থাকে। টাইমস অব ইন্ডিয়া

সূত্রঃ দৈনিক মানবকণ্ঠ ২৫/০৫/২০১৩

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics