জলপ্রপাতে স্নিগ্ধ পারানা
পারানা নদীটি দক্ষিণ আমেরিকার দক্ষিণ দিকে প্রবাহিত। নদীটি ব্রাজিল, প্যারাগুয়ে এবং আর্জেন্টিনার চার হাজার ৮৮০ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত। দক্ষিণ আমেরিকার নদীগুলোর মধ্যে আমাজান নদীর পরই পারানার স্থান। পারানা নামটি টুপি ভাষা থেকে আগত একটি শব্দ যার, অর্থ সমুদ্রের মতো। নামকরণের সঙ্গে যথার্থতা পাওয়া যায় নদীটির ব্যাপকতা দেখলেই প্রথমত নদীটি প্যারাগুয়ের নদীর সঙ্গে মিশে নিম্নমুখী প্রবাহে উরুগুয়ের নদী হয়ে আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে। দক্ষিণ দিকে ৬১৯ কিলোমিটার প্রবাহিত হয়ে নদীটি প্যারাগুয়ের শহর সারাটোচ ডেল গুয়াইরার তীরে ঠেকেছে।
আর এখানেই প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে পারানা ওয়াটার ফলস। ইতিহাসে এটি দক্ষিণাংশের সবচেয়ে বিখ্যাত ওয়াটার ফলস বা জলপ্রপাত বলে খ্যাত। তবে ১৯৮৪ সালে ইতাইপু ডেম নির্মাণ করা হলে জলপ্রপাতটি তার স্বকীয়তা হারিয়ে দক্ষিণ দিকে ২০০ কিলোমিটার এলাকায় প্রবাহিত হয়ে প্রাকৃতিকভাবে প্যারাগুয়ে এবং ব্রাজিলকে বিভক্ত করেছে।