সাদা কালোর ডোরার যতটা অজানা……

১.একমাত্র আফ্রিকা মহাদেশের বন্য পরিবেশেই জেব্রার তিনটি প্রজাতি পাওয়া যায়।
২.ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার ডেভিসের ওয়াইল্ডলাইফ বায়োলজিস্ট টিমের প্রধান ক্যারোর মতে,  মূলত মাছি তাড়ানোর জন্যই নাকি জেব্রার গায়ে ডোরাকাটা দাগ সৃষ্টি হয়েছে।

 
৩. জেব্রাদের চামড়ার রঙ কিন্তু আসলে কালো । এই কালো রঙের চামড়ার উপর ডোরাকাটা সাদা রঙ থাকে।
৪. জেব্রা মানেই সাদাকালো ডোরাকাটা একটি প্রাণী আমাদের চোখে ভেসে ওঠে। কিন্তু আপনি জানেন কী? প্রত্যেক প্রজাতির জেব্রার ডোরাকাটা দাগের বিভিন্নতা দেখতে পাওয়া যায়। একটি জেব্রার সাদাকাল ডোরাকাটা দাগের সাথে অন্য জেব্রার মিল নেই। ঠিক মানুষের আঙ্গুলের ছাপের মতো!
৫. জেব্রার জ্ঞাতি ভাই ঘোড়া ও গাধাকে পোষ মানানো গেলেও জেব্রাকে অনেক চেষ্টা করেও মানুষ পোষ মানাতে পারে নি। এর কারণ, এদের অত্যন্ত একগুঁয়ে স্বভাব! কারো কথাই শুনতে চায় না।

 zebra facts
৬. “টিজুয়ানা জেব্রা” কিন্তু আসলে কোন জেব্রা নয়!! এরা একধরনের রঙ করা গাধা!
৭. জেব্রাদের ওজন প্রজাতিভেদে ৪০০ থেকে ৮৫০ পাউন্ড হতে পারে।
৮. জেব্রারা সামাজিক প্রাণী। এরা ছোট ছোট পরিবার গঠন করে একটি বড় জেব্রার পাল তৈরি করে। অর্থাৎ, অনেকটা একটি গ্রামের মতো!
৯. জেব্রা একই সাথে অত্যন্ত বুদ্ধিমান প্রাণী।  বিপদ এড়াবার জন্য জেব্রাদের একটি পাল সবসময় সিংহ এবং হায়নাদের নজরে রাখে। ঠিক যেন গোয়েন্দাদের মতো!
১০. পরিযাণের সময় জেব্রাদের পালকে হরিণের পালের সাথে একত্রে দেখতে পাওয়া যায়।

১১. আক্রমণের শিকার হলে সিংহকে পর্যন্ত মেরে ফেলার রেকর্ডও রয়েছে জেব্রাদের! এরা এদের শক্তিশালী পা দিয়ে সিংহের মাথায় এবং চোয়ালে আঘাত করে সিংহকে মেরে ফেলতে পারে!

এনভাইরনমেন্টমুভ ডটকম  

বন্যপ্রাণী ডেস্ক

আরো দেখান

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics