
দূর আকাশের হাতছানি…
গ্রীষ্ম বর্ষা শরৎ কিংবা হেমন্ত, বাংলার আকাশে নীল আর পেঁজা তুলোর মতো মেঘ যেন অদৃশ্য কোন ঝুলিতে বাঁধা। প্রকৃতি দু’ হাত বিলিয়ে ছড়িয়ে দিয়েছে অপরূপ নীল- সবুজ কিংবা নিকষ গাড় অন্ধকার। প্রকৃতিপ্রেমী তরুণ; শাওন চৌধুরীর ক্যামেরায় আকাশের বিশাল’তা উপভোগ করা যাক।




