নাকতা হাঁস
নাকতা হাঁস বা বোঁচা হাঁস (Sarkidiornis melanotos) (ইংরেজি Knob-billed Duck) অ্যানাটিডি পরিবারের অন্তর্গত সারকিডিওরনিস গণের একটি অনিয়মিত দেখতে পাওয়া হাঁস। এদের গ্রীষ্মমন্ডলীয় জলাভূমিতে দেখতে পাওয়া যায় ।এরা বাংলাদেশের স্থানীয় পাখি। বিভিন্ন এলাকায় এদের সংখ্যা হ্রাস পেলেও আই সি ইউ এন এদের least concern বা আশংকাহীন বলে ঘোষণা করেছে। বাংলাদেশে এরা মহাবিপন্ন (Critically endangered) বলে বিবেচিত।
নাকতা হাঁস আকারে এদের পরিবারের অন্যতম বড় পাখি । এরা লম্বায় ২২ থেকে ৩০ ইঞ্চি হতে পারে। এদের পাখার দৈর্ঘ্য ৪৬ থেকে ৫১ ইঞ্চি হয়ে থাকে। এরা সাধারনত ওজনে ১.০৩ থেকে ২.৯ কে জি হয়। প্রাপ্তবয়স্কদের সাদা মাথায় ঘন ফোঁটা আছে । এদের নিচের অংশ ও গলার রঙ সাদা । উপরের অংশ চকচকে নীল কালো বর্ণের হয় । পুরুষ হাঁসটি সাধারনত স্ত্রী হাঁস থেকে আকারে বড় হয়ে থাকে। পুরুষ পাখিটির গোলাকৃতির ঠোঁট থাকে। অপ্রাপ্তবয়স্ক পাখির নিচের অংশ, গলা ও মুখ ধূসর বর্ণের হয় এবং উপরের অংশ ,মাথা ও চোখ ধূসর খয়েরী রঙের হয়ে থাকে। অপ্রাপ্তবয়স্কদের দেখতে স্ত্রী বালি হাঁসের মতো লাগে এবং দূর থেকে দেখলে বড় সরালি মনে করে ভুল হতে পারে। তবে এদের একা খুব কম দেখা যায় । এরা সাধারনত বড়দের সাথে থাকে।
নাকতা হাঁস সাধারনত শাক সবজি খেয়ে থাকে। তবে এরা মাঝে মধ্যে ছোট মাছ , অমেরুদণ্ডী প্রাণী ও বীজ খেয়ে থাকে।
এরা ক্রান্তীয় অঞ্চলের লেক ও স্বাদু পানির জলাভূমিতে প্রজনন করে থাকে। প্রজননের সময়কাল বর্ষাকাল থেকে শুরু হয়। পুরুষ পাখিটি একসাথে ২ থেকে ৫ টি স্ত্রী পাখির সাথে মিলিত হতে পারে । এরা গাছের গুড়িতে ঘাস পালক নলখাগড়া দিয়ে বাসা বানায়। স্ত্রী পাখি একসাথে ৭ থেকে ১৫ টি ডিম পাড়ে।