পাতি বটেরা
পাতি বটেরা (Coturnix coturnix) ( ইংরেজি Common Quail) ফ্যাজিয়ানিডি (Phasianidae) গোত্র বা পরিবারের অন্তর্গত কোটারনিক্স (Coturnix) গণের এক প্রজাতির কোয়েল ।এদের সচারচ ইউরোপের বিভিন্ন দেশে পাওয়া যায় । এরা বাংলাদেশের পরিযায়ী পাখি। আই. ইউ. সি. এন. এই প্রজাতিটিকে Least Concern বা আশংকাহীন বলে ঘোষণা করেছে।
পাতি বটেরা ছোট গোলাকার পাখি।এরা খয়েরি রঙের হয় এবং চোখে সাদা ডোরাকাটা দাগ আছে।পুরুষ প্রজাতিতে সাদা রঙের চিবুক দেখতে পাওয়া যায়।পরিযায়ী স্বভাবের জন্য এদের বড় ডানা আছে।এরা লম্বায় ১৮ থেকে ২১.৯ ইঞ্চি এবং ওজন ৯১ থেকে ১৩১ গ্রাম হয়ে থাকে।
পাতি বটেরা ভূচর পাখি ।এরা মাটিতে থাকা বীজ ও পোকামাকড় খেয়ে থাকে। এদের সচারচ দেখা যায় না । এরা নিজেদের শস্যের মধ্যে লুকিয়ে রাখে। যদিও এদের মাঝে মধ্যে দেখা যায় তখন এরা খুব সাবধানে থাকে এবং আবারো লুকিয়ে পড়ে ।
পাতি বটেরার বয়স যখন ৬ থেকে ৮ মাস হয় তখন এরা প্রজননের উপযোগী হয় ।এরা একসাথে ৬ থেকে ১২ টি ডিম পাড়ে।