পাতি ভুতিহাঁস

1024px-20050514-003-aythya-ferinaপাতি ভুতিহাঁস বা বামুনিয়া হাঁস (Aythya ferina) ( ইংরেজি common pochard) অ্যানাটিডি পরিবারের অ্যাইথিয়া ( Aythya) গণের এক প্রজাতির সুলভ হাঁস । এরা  বাংলাদেশের পরিযায়ী পাখি । শীতকালে এদের বাংলাদেশের ঢাকা সিলেট চট্টগ্রাম ও রাজশাহী অঞ্চলে দেখতে পাওয়া যায় ।  আই. ইউ. সি. এন. এই প্রজাতিটিকে Least Concern বা আশংকাহীন বলে ঘোষণা করেছে। বাংলাদেশে এরা  Least Concern বা আশংকাহীন বলে বিবেচিত।

পাতি ভুতিহাঁস মাঝারি আকৃতির ডুবুরি হাঁস । পুরুষ হাঁসটির ঠোঁট লম্বা ও গাঢ় বর্ণের হয় । এদের মাথা ও গলা লাল রঙের হয়ে থাকে । বুক কালো বর্ণের । এদের চোখ লাল । দেহের পিছনের অংশ ধূসর । স্ত্রী পাতি ভুতিহাঁসের মাথা ত্রিকোণাকার । এদের মাথা ও দেহ বাদামী বর্ণের । ঠোঁট ধূসর বর্ণের ।

পাতি ভুতিহাঁস স্বভাবে নিশাচর । এরা রাতের বেলা খাবারের সন্ধানে বের হয় । এরা সর্বভুক প্রাণী । এদের খাদ্য তালিকায় আছে  জলজ উদ্ভিদ, ঘাস, জলজ পোকামাকড় ও তাদের লার্ভা, শামুক, কেঁচো, ব্যাঙ, ছোট মাছ ও উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন বীজ,  মূল ইত্যাদি । এদের অগভীর লেক ও জলাশয়   দেখতে প

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics