পানি নিয়ে নতুন কিছু জানি!!

মাহবুব রেজওয়ান সানি

বলুন তো? আমাদের বেঁচে থাকার জন্য সবথেকে প্রয়োজনীয় উপাদানটি কী? ‘সবথেকে প্রয়োজনীয়’ বলতে গেলে আসলে অনেক নামই চলে আসে। তবে ‘পানি’র প্রয়োজনীয়তা আমাদের এড়িয়ে যাবার কোন উপায় নেই। আমাদের দেহের প্রায় ৮০ ভাগই তো আসলে পানি! পৃথিবীতে পানির অস্তিত্ব নেই তো আমাদের নিজেদের অস্তিত্বই নেই। কিন্তু আমরা মানুষরা বড্ড অকৃতজ্ঞ। সবথেকে প্রয়োজনীয় যেকোন জিনিসকেই আমরা অবমূল্যায়ন করি। কতোভাবেই না আমরা পানি অপচয় করছি। পানি বিষয়ক কিছু তথ্য আজ আপনাদের সাথে শেয়ার করছি। পানি ‘অপচয়’ করার আগে একটু ভেবে দেখবেন।heart_water

  • আমরা জানি এই পৃথিবীর ৩০ ভাগ স্থল ও ৭০ ভাগ পানি। কিন্তু এটা কি জানি? ১০০ ভাগ পানির মাত্র ১ ভাগ আমাদের ব্যাবহার উপযোগী? জেনে অবাক হবেন, পৃথিবীর ৯৭ ভাগ পানি লবণাক্ত। একেবারেই খাবার অনুপযোগী।
  • পাঠক, আপনার কাছে আরও সহজবোধ্য করার জন্য একটি উদাহরণ দেওয়া যেতে পারে। পৃথিবীর সমস্ত পানিকে যদি একটি ৪ লিটারের জগে রাখা যায়, তাহলে তার কতোটুকু আপনার পান করার উপযোগী বলে মনে হয় আপনার কাছে? আপনার জন্য কিন্তু মাত্র ১ টেবিল চামচ পানি বরাদ্দ থাকবে!
  • পানি ছাড়া কৃষিকাজ সম্ভব নয়। প্রতি সেকেন্ডে খাদ্য উৎপাদনের জন্য কতোটা পানি খরচ হয়, সে ব্যাপারে কোন ধারণা আছে কি? খাদ্য উৎপাদনের জন্য প্রতি সেকেন্ডে প্রায় ২০০,০০০,০০০ লিটার পানির প্রয়োজন হয়।
  • আপনি যদি উন্নত বিশ্বের নাগরিক হয়ে থাকেন, তবে আপনার দৈনন্দিন কাজে প্রায় ১৫০ লিটার পানি ব্যাবহার করছেন। আর আপনি যদি উন্নয়নশীল দেশের নাগরিক হয়ে থাকেন, আপনি প্রতিদিন ব্যাবহার করছেন প্রায় ১০০ লিটার পানি।
  • আমাদের চারপাশে এতো পানির উৎস। সাগরের কাছে গিয়ে চোখ মেলে তাকালে যতদূর চোখ যায়, শুধু পানি আর পানি। কিন্তু সমুদ্র বাদে পৃথিবীর মোট পানির৬৯ ভাগ কিন্তু রয়েছে বরফের রাজ্য এন্টার্কটিকা মহাদেশে।
  • আমরা তো কতো কাজেই পানি ব্যাবহার করি। কিন্তু আপনি জানেন কি? আপনি সারাদিনে যতটা পানি ব্যাবহার করেন, তার অর্ধেকের বেশি (প্রায় ৬৩ ভাগ) চলে যায় আপনার গোসল এবং টয়লেট করার কাজে!
  • ইউরোপ, আমেরিকাতে অনেকে পানির থেকে বিয়ার বেশি পান করে থাকেন। কিন্তু আপনার কি জানা আছে? মাত্র ১ পিন্ট বা ৪৭৩ মিলিলিটার বিয়ার প্রস্তুত করতে অন্তত ১৭০ লিটার পানির প্রয়োজন হয়।
  • আমরা অনেকেই দাঁত ব্রাশ করার সময় পানির কলটি ছেড়ে দিয়ে ব্রাশ করতে থাকি। কিন্তু আপনি জানেন কি? ব্রাশ করার সময় আপনি যদি মাত্র ১ মিনিটও পানির কলটি বন্ধ রাখতে পারেন, তাহলেও আপনি প্রায় ৬ লিটার পানি সংরক্ষণ করতে পারবেন।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics