
পেঙ্গুইন যে কারণে উড়তে পারে না
বরফরাজ্যের বাসিন্দা পেঙ্গুইন সাঁতারে দারুণ পটু। আর এই বিশেষ দক্ষতার কারণেই হয়তো আকাশে ভেসে বেড়ানোর ক্ষমতা তাদের নেই। গবেষকেরা এমনটিই বিশ্বাস করেন।
প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস সাময়িকীতে বলা হয়, পাখিদের উড়ার অক্ষমতা নিয়ে বিভিন্ন তত্ত্ব রয়েছে। যেমন: উড়ে গিয়ে শিকার করার মতো প্রাণীর অভাবেই তাদের সহজাত ক্ষমতা কালের বিবর্তনে নষ্ট হয়ে গেছে। তবে স্কটল্যান্ডের অ্যাবারডিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন স্পিকম্যান একটি ব্যাখ্যা দিয়েছেন । তিনি বলেন, শারীরিক শক্তি ব্যয়ের ব্যাপারটি খুব গুরুত্বপূর্ণ। তাই যে পাখি পানিতে অত্যন্ত গতিশীল, আকাশে ওড়ার মতো যথেষ্ট পরিমাণ শক্তি তার শরীরে অবশিষ্ট থাকে না। পেঙ্গুইনের ডানা খুবই ছোট এবং সাঁতারের জন্য যতটা উপযোগী, উড়ার জন্য ঠিক ততটাই অনুপযোগী।
সূত্রঃ বিবিসি ও দৈনিক প্রথম আলো