প্রবাল প্রাচীর

398px-PillarCoralপ্রকৃতির এক অপার বিস্ময় হলো সামুদ্রিক প্রবাল। আপাতদৃষ্টিতে নিশ্চল জড়বস্তু মনে হলেও এটি আসলে এক ধরনের সামুদ্রিক জীব।এরা হল অ্যান্থজোয়া শ্রেনীভূক্ত সামূদ্রিক প্রানী। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের সাগরের অগভীর তলদেশে যে শৈলশ্রেণী দেখা যায়, তার পেছনে রয়েছে প্রবালের অবদান। প্রাচীর গঠনকারী এটি পাথুরে প্রবাল নামে পরিচিত। এদের কঙ্কাল ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি যার ওপর পাতলা জীবিত টিস্যুর আবরণ থাকে।
প্রবাল মূলত একই ধরনের অসংখ্য জেনেটিক্যাল বৈশিষ্ট্যসম্পন্ন ‘পলিপস’ দিয়ে তৈরি। এসব ‘পলিপস’ নিজেদের মধ্যে পুষ্টিকর পদার্থ আদান-প্রদানের মাধ্যমে স্বতন্ত্র অঙ্গের মতো কাজ করে। পূর্ববর্তী বংশধরদের রেখে যাওয়া বহিঃকঙ্কালের ওপর নতুন পলিপসের কলোনি গড়ে ওঠে। এভাবে বংশপরম্পরায় যে অসংখ্য বহিঃকঙ্কাল তৈরি হয় তা থেকেই প্রবাল প্রাচীর তৈরি হয়। পলিপসগুলো সাগর থেকে ক্যালসিয়াম আয়ন সংগ্রহ করে ক্যালসিয়াম কার্বনেট অধোক্ষিপ্ত করে বহিঃকঙ্কাল তৈরি করে।
যদিও প্রবাল প্ল্যাঙ্কটন শিকার করতে পারে। এরা পুষ্টির অধিকাংশ পেয়ে থাকে এক ধরনের মিথজীবী শৈবালের কাছ থেকে। যেহেতু শৈবালের সালোকসংশ্লেষণের মাধ্যমে উৎপন্ন খাদ্যই প্রবালের শক্তির মূল উৎস তাই অধিকাংশ প্রবাল সূর্য রশ্মির ওপর নির্ভরশীল এবং সে কারণেই প্রবাল সাগরের খুব বেশি গভীরে জন্মে না। তাপমাত্রা পরিবর্তন, পরিবেশ দূষণ, ডুবুরিদের কর্তৃক উত্তোলন এবং জুয়েলারি শিল্পে মাত্রাতিরিক্ত ব্যবহার ইত্যাদি কারণে পৃথিবীর বিভিন্ন প্রবাল প্রাচীর ধ্বংস হয়ে যাচ্ছে। বিজ্ঞানীরা ধারণা করছেন, এভাবে চলতে থাকলে আগামী ২০৩০ সালের মধ্যে পৃথিবীর অর্ধেক প্রবাল প্রাচীর হারিয়ে যাবে। যুগ যুগ ধরে প্রবাল প্রাচীর ও এর দ্বীপগুলো সৌন্দর্যপ্রিয় মানুষের কাছে বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে বিনোদন ও ‘স্কুবা ড্রাইভিং’-এর জন্য। তাই প্রবাল প্রাচীরকে ঘিরে সেসব এলাকায় বিকশিত হয়েছে পর্যটন শিল্প। অস্ট্রেলিয়ার ‘গ্রেট ব্যারিয়ার রিফ’ পৃথিবীর সবচেয়ে দীর্ঘ এবং বিস্তৃত প্রবাল প্রাচীর। আর বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম ‘সেন্ট মার্টিন’।

জুনায়েদ তানভীর ১৪/০৭/২০১৩

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics