সারাদেশে পর্যাপ্ত খেলার মাঠের দাবী

এক সময় ঢাকা শহরে অনেক খোলা জায়গা ছিল যা খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হতো। কিন্তু ধীরে ধীরে সে সকল খোলা জায়গা অপরিকল্পিতভাবে দালান কোঠা নির্মাণ ও বিভিন্নভাবে দখলের ফলে আজ প্রায় বিলীনের পথে। শুধু শহরাঞ্চল নয় এখন গ্রামেও খেলার মাঠের সংকট সৃষ্টি হচ্ছে। ফলে শিশু-কিশোররা মস্তিস্ক নির্ভর খেলায় অভ্যস্ত হচ্ছে, শরীর নির্ভর খেলা ভূলে যাচ্ছে। তাদের শারীরিক ও মানসিক বৃদ্ধি সঠিকভাবে হচ্ছে না, এতে প্রায় শিশুরা খিটখিটে মেজাজের, অপরিপক্ক আচরণ করছে এবং বিপথে চলে যাওয়ার আশঙ্কা দিন দিন বেড়ে চলেছে। বয়স্কদের হেঁটে চলাচল, ব্যায়াম বা অবসর কাটানোর মত চিত্ত বিনোদনের সুযোগ নষ্ট হচ্ছে। আজ সকাল ১০টায় কামরাঙ্গীরচর, জাউলাহাটী চৌরাস্তায় গ্রীন মাইন্ড সোসাইটি ও ফ্রেন্ডস ফোরাম বুড়িগঙ্গা এর যৌথ উদ্যোগে আয়োজিত অবস্থান কর্মসূচী থেকে উপরোক্ত দাবি জানানো হয়।

গ্রীন মাইন্ড সোসাইটির সভাপতি আমির হাসান মাসুদ এর সভাপতিত্বে উক্ত অবস্থান কর্মসূচীতে উপস্থিত ছিলেন কামরাঙ্গীরচর জাগরনী জনকল্যান ফাউন্ডেশন এর সভাপতি বদিউজামান বাবুল, পরিবেশ বাচাঁও আন্দোলনের সহসম্পাদক মোঃ সেলিম, পশ্চিম রসুলপুর ওয়েলফেয়ার সোসাইটির সহ সভাপতি তৌহিদুল ইসলাম মাতিন, গ্রীন মাইন্ড সোসাইটির সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন, সমাজসেবক আবুল কালাম, ফ্রেন্ডস ফোরাম বুড়িগঙ্গার সাধারন সম্পাদক সাহেব আলী, সাংগঠনিক সম্পাদক মো: হাসান প্রমূখ।

বক্তারা বলেন, ঢাকাসহ সারাদেশের খেলার মাঠ, উন্মুক্ত প্রান্তর বা পার্কগুলো দ্রুত দখলের মাধ্যমে নি:শেষ হয়ে যাচ্ছে। যতটুকু অবশিষ্ট আছে তা আনুষ্ঠানিক ও আইনগতভাবে খেলার মাঠ হিসেবে স্বীকৃতি না দেয়ার কারণে বিভিন্নভাবে দখল হচ্ছে। সুস্থ জাতি গঠনে অবিলম্বে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, পাড়ায় মহল্লায়, গ্রামে ইউনিয়নে, জেলায় জেলায় সরকারিভাবে চিহ্নিত ও ঘোষিত পর্যাপ্ত খেলার মাঠ নিশ্চিত করা জরুরী। তাছাড়া সাম্প্রতিক সময়ে ঢাকা মহানগরীতে যেভাবে ভূমিকম্পের আভাস দেখা দিচ্ছে সেই কারণে প্রত্যেক মহল্লায় জনসংখ্যা অনুপাতে খোলা জায়গা বা খেলার মাঠ থাকা দরকার। যাতে এ ধরণের দূর্যোগের সময় মানুষ খোলা স্থানে নিরাপদ আশ্রয় গ্রহণ করতে পারে।

???????????????????????????????

গ্রীন মাইন্ড সোসাইটির সভাপতি আমির হাসান বলেন, ঘনবসতিপূর্ন কামরাঙ্গীরচরের তিনটি ওয়ার্ডে কোন খেলার মাঠ নাই যার ফলে অত্র এলাকার শিশু-কিশোররা ইচ্ছা থাকা স্বত্বেও খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। যা অত্র এলাকার শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক সুস্থতার বড় প্রতিবন্ধকতা । সুস্থ-স্বাভাবিক ভবিষ্যৎ জীবনের কথা চিন্তা করে এবং দেশের ক্রীড়া ক্ষেত্রকে অধিকতর কার্যকর করতে প্রতিটি পাড়ায় মহল্লায় পর্যাপ্ত খেলার মাঠ নিশ্চিত করা জরুরী।

আরো দেখান

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics