বড় ধলাকপাল রাজহাঁস
বড় ধলাকপাল রাজহাঁস (Anser albifrons) (ইংরেজি Greater White-fronted Goose ) অ্যান্টিডি পরিবারের অন্তর্গত এক ধরনের হাস। এরা দেখতে অনেকটা ছোট ধলাকপাল রাজহাঁসের মতো। এরা বাংলাদেশের পরিযায়ী পাখিদের অন্তর্ভুক্ত। আই সি ইউ এন এদের least concern বা আশংকাহীন প্রজাতিতে অন্তর্ভুক্ত করেছে।
বড় ধলাকপাল রাজহাঁসের ৫টি উপ প্রজাতি আছে। এর মধ্যে বাংলাদেশে আসে A. a. albifrons । অন্য উপ প্রজাতি গুলো হল A. a. frontalis , A. a. gambeli A. a. elgasi A. a. flavirostris
বড় ধলাকপাল রাজহাঁস লম্বায় ২৫ থেকে ৩২ ইঞ্চি হয়ে থাকে। পরিযায়ী স্বভাব এর জন্য এদের লম্বা পাখা আছে যার দৈর্ঘ্য ৫১ থেকে ৬৫ ইঞ্চি। এদের ওজন সাধারনত ১.৯৩ থেকে ৩.৩১ কে জি হতে পারে।এদের চোখের সামনে সাদা পালকের দাগ থাকে। এদের উজ্জ্বল কমলা রঙের পা আছে। উপরের পাখনার রঙ ধূসর বর্ণের।এরা দৈর্ঘ্যে মেটে হাস থেকে ছোট কিন্তু ছোট ধলাকপাল রাজহাঁস থেকে বড়। পুরুষ ও স্ত্রী উভয়েই গোলাপি সদৃশ চোখ আছে।
বার্ষিক প্রজননের সাফল্যের জন্য এরা আবহাওয়ার উপর নির্ভরশীল। আর্কটিক অঞ্চলে বাসা বানানো , ডিমে তা দেয়া এবং বাচ্চাদের বড় করার জন্য খুবই কম সময় থাকে।সাধারনত তিন মাস যা শুরু হয় মে এর শেষে বা জুনের শুরুতে এবং শেষ হয় সেপ্তেম্বেরের প্রথমে।