বাঁচাও সুন্দরবন- বাঁচাও মানুষ ; লংমার্চ চলছে
আমাদের প্রাণপ্রিয় সুন্দরবন আজ খুব একটা ভালো নেই। শিল্পায়নের যাঁতাকলে পিষ্ট হবার ভয়ে আমাদের নয়নাভিরাম সুন্দরবন আজ ভীত। বাগেরহাটের রামপালে বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ কোনভাবেই আমাদের সুন্দরবনের জন্য ভালো সংবাদ হতে পারে না। আগামী মাসের প্রথম সপ্তাহে এক হাজার ৩২০ মেগা ওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। তবে শান্তিপ্রিয় এবং পরিবেশ সচেতন বাংলাদেশের মানুষ এই পরিকল্পনার সুদূর প্রসারী প্রভাব চিন্তা করে আজ ঘরের বাইরে বেরিয়ে এসেছে।
রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রতিবাদে গত ২৪ সেপ্টেম্বর শুরু হয়েছে সুন্দরবন অভিমুখে লংমার্চ।ঢাকা থেকে শুরু হওয়া লংমার্চ বিরূপ আবহাওয়ার মধ্য দিয়েই মানিকগঞ্জ থেকে আরিচা অভিমুখে যাত্রা শুরু করেছ।সকালে বিরূপ আবহাওয়ায় তুমুল বৃষ্টির মধ্যেই লংমার্চে অংশগ্রহণকারীরা দিনের নির্ধারিত কর্মসূচি শুরু করে। বর্তমানে লংমার্চ আরিচা অভিমুখে যাচ্ছে। বৃষ্টিতে ভিজে গান গেয়ে গেয়ে পথ চলছেন লংমার্চে অংশগ্রহণকারীরা। স্লোগানে স্লোগানে মুখরিত হচ্ছে মহাসড়কের আশপাশের জনবসতি। পথিমধ্যে বিভিন্ন লোকালয়ে থেমে সমাবেশে বক্তৃতা আর সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দেশবাসীকে সুন্দরবন রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন লংমার্চকারীরা।
চারদিন ব্যাপী এই লংমার্চে সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরি করাই প্রধান লক্ষ্য। কারণ, সকল শ্রেণীর মানুষ একসাথে এগিয়ে আসলেই কেবল সম্ভব হবে রামপাল বিদ্যুৎকেন্দ্র থেকে সুন্দরবনকে রক্ষা করা। সুন্দরবন আমাদের দেশের জাতীয় সম্পদ। রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের মাধ্যমে এই অপার সৌন্দর্যের আঁধার সুন্দরবনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে আমার, আপনার সকলের সহযোগিতা একান্ত কাম্য।