ভালবাসা আমার ভালবাসা
প্রেমিকা ফিরে এসেছে তাই লাল ফুলের মালা দিয়ে তাকে বন্ধনে জড়িয়ে নিচ্ছে প্রেমিক। একের প্রতি অন্যের এমনি এক আবেগী ও হৃদয়স্পর্শী প্রেমের ছবিটি তুলেছেন ফটোগ্রাফার Steve Race.
এই পাখিটির নাম গেনেটস বা Northern Gannet যার বৈজ্ঞানিক নাম Morus bassanus. এটি Sulidae Family গোত্রের একটি সামুদ্রিক পাখি। গেনেটস প্রজনন ঋতুতে জোড় বাঁধার পর নিজের বাসায় ফিরে আসে। এরা Colonial বা হাজার হাজার পাখি একই এলাকায় বাসা তৈরি করে। ডিম ফুটে বাচ্চা বের হবার পর এরা আবার সাগরে ফিরে যায়। পরের বছর প্রজনন ঋতুতে এরা আগের জোড়া পাখি আবার ঠিক একই বাসায় ফিরে আসে এবং এদের বন্ধন মৃত্যু পর্যন্ত অটুট থাকে।
মি. Steve যুক্তরাজ্যের Yorkshire Coast এ গেনেটস পাখির আচরণ নিয়ে অনেক বছর করে কাজ করে আসছেন। উনি দেখেছেন যে আগের বছরের জোড়া যখন প্রজনন ঋতুতে নিজের বাসায় ফিরে আসে তখন একটি পাখি তার সঙ্গীকে অভ্যর্থনা জানায়। এই অভ্যর্থনা জানাতে তারা পালক, ঘাসের পাতা সঙ্গীর দিকে এগিয়ে দেয়। একদিন বিকেলে তিনি এই অসাধারণ মুহূর্তটি প্রথম বারের মতো দেখতে পান যেখানে প্রেমিক তার প্রেমিকাকে ছোট ছোট ফুল সহ এক প্রকার ঘাসের লতা দিয়ে বরণ করে নিচ্ছে।