মর্ত্যলোকের স্বর্গরাজ্য-৩
হ্যাং সন ডংঃ
হ্যাং সন ডং। ভিয়েতনামের একটি গুহা, যা পেং না কে ব্যাং জাতীয় উদ্যান, বো ট্রাচ জেলা, কোয়াং বিন প্রদেশ, ভিয়েতনামে অবস্থিত। এটি পৃথিবীর সবচেয়ে বড় গুহা। ১৯৯১ সালে হো-কান নামক এক স্থানীয় ব্যক্তি এই গুহাটি আবিস্কার করেন। গুহার নিচের নদীর স্রোতের শব্দে স্থানীয় মানুষ গুহাটিকে ভয় পেত। ২০০৯ সালে একদল ব্রিটিশ গবেষক গুহাটিকে পর্যটন স্পটে পরিণত করেন।
ল্যাভেন্ডার ফিল্ডঃ
ল্যাভেন্ডার এক ধরনের সুগন্ধি গাছ। এদের ৩৯টি প্রজাতি আছে। এই প্রজাতির গাছ কেপ ভারদে , ক্যানারি দ্বীপপুঞ্জ, দক্ষিণ ইউরোপ, উত্তর ও পূর্ব আফ্রিকা, মধ্যপ্রাচ্য, দক্ষিণ পশ্চিম এশিয়া এবং দক্ষিণ পূর্ব ভারত এ পাওয়া যায়। বেগুনি রঙের এই সুন্দর ফুলের মাঠগুলি আলোকচিত্রীদের জনপ্রিয় গন্তব্যস্থল।
পানজিন রেড বিচঃ
চীনের পানজিন শহর থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এই লাল রঙের বিচটি। এই নামকরণের কারণ হচ্ছে এই অঞ্চলের জলাভূমির পাশের লাল রঙের গালিচা। এক ধরণের ছোট গাছ বা আগাছা জন্মে এখানকার জলাভূমির পার্শ্ববর্তী জমিতে। যা পূর্ণবয়স্ক অবস্থায় গাড় লাল বর্ণ ধারণ করে। এরা মূলত সুইডা ( Sueda) প্রজাতির একধরণের সামুদ্রিক আগাছা, যারা লবণাক্ত ও ক্ষারীয় মাটিতে খুব ভালো জন্মে। প্রাকৃতিক বাস্তুসংস্থানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান এই রেড বিচ। এখানে প্রায় ২৬০ প্রজাতির পাখি এবং সর্বমোট ৩৯৯ প্রজাতির বন্য প্রাণী বাস করে। পৃথিবীর সর্ববৃহৎ জলাভূমি হচ্ছে পানজিনের এই রেড বিচ। তবে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার কারণে খুব অল্প অংশই পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
এনভাইরনমেন্টমুভ ডটকম ডেস্ক