মহা পালোয়ান গোবরে পোকা
এর নাম শুনলেই কেমন যেন একটা অনুভূতি আপনার হতেই পারে, এর নামের মধ্যেই এর কাজের পরিচয়ও পাওয়া যায় বটে। গোবরে পোকা সারা পৃথিবী জুড়ে পাওয়া যায় এমন একটি অতি শক্তিশালী পতঙ্গ। ইন্সেক্টা শ্রেণী, কোলেওপ্টেরা পর্ব, স্ক্যারাবয়ডি পরিবারের অন্তর্গত Onthophagus Gazell Fabricius নামক পতঙ্গতটির সারা পৃথিবীতে প্রায় ৮০০০ প্রজাতি রয়েছে। এই প্রাণীরা সাধারনত ক্ষেতখামার, বন জঙ্গল, অনাবাদি জমি, প্রেইরি এবং মরুভুমিতে বাস করে। এরা আকারে ১.৩ সেন্টিমিটার থেকে ৬.৩ সেন্টিমিটার হয়ে থাকে। এদের আয়ুষ্কাল প্রায় তিন বছর। একটা নির্দিষ্ট সময়ে পুরুষ ও স্ত্রির মিলন হয় এবং প্রতিবারে ৩ থেকে ২০ টা ডিম পাড়ে। প্রধান খাদ্য হিসেবে এরা প্রানীদের মল খেয়ে থাকে।এরা প্রধানত তৃণভোজী প্রানীদের মলেই বেশি থাকে। Onthophagus coenobita একমাত্র প্রজাতি যারা মানুষের মলে থাকে।গোবরে পোকা আদতেই এক শক্তিশালী পতঙ্গ শ্রেণী যারা প্রতি রাতে নিজেদের ওজনের প্রায় ২৫০ গুণ বর্জ্য পুঁতে ফেলতে পারে। মলের ব্যবহারের ভিত্তিতে সাধারনত তিন ধরনের গোবরে পোকা পাওয়া যায় যথা রোলার, টানেলার এবং ডিলার। রোলার প্রজাতি মলের পাশে মাটিতে গর্ত তৈরী করে তাতে মলের রোল তৈ্রী করে। টানেলার মাটিতে সুড়ঙ্গ তৈ্রী করে তাতে গোবর পুঁতে রাখে। আর ডিলাররা গোবরেই ডিম পাড়ে এবং ওখানেই বাস কর। প্রাচীন মিশরে এদেরকে গু্রুত্বপূর্ণ ধর্মীয় প্রতীক হিসেবে বিবেচনা করা হতো। অষ্ট্রেলিয়া গবাদিপশুর মল অপসারনের লক্ষে ৪৫ প্রজাতির গোবরে পোকা আমদানি করছে।অর্থাৎ পরিচ্ছন্ন পরিবেশ রক্ষায় প্রাকৃতিক সৈনিক হয়ে অবিরাম কাজ করে চলেছে গোবরে পোকার দল। এদেরকে আমাদের পরিবেশের জন্য উপকারি পতঙ্গ হিসেবে বিবেচনা করা হয়।
তানভীর হোসাইন হাসান
এনভাইরনমেন্টমুভ ডটকম