মেক্সিকোতে প্রাগৈতিহাসিক ডায়নাসরের জীবাশ্ম !!
মেক্সিকোতে প্রাগৈতিহাসিক ডায়নাসরের জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে। মেক্সিকোর ন্যাশনাল ইন্সিটিউট ফর অ্যানথ্রপোলজি অ্যান্ড হিস্ট্রি (INAH) গত সোমবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করেছে ।
জীবাশ্ম বিজ্ঞানীদের একটি দল উত্তর মেক্সিকোতে ৭২ মিলিয়ন বছর আগের একটি ডাইনাসরের জীবাশ্ম আবিষ্কার করেছেন। বিজ্ঞানীরা এই আবিষ্কারকে একটি মাইলফলক হিসেবে দেখছেন।
INAH এর ডিরেক্টর ফ্রান্সেসকো এগুইলার জানান, মেক্সিকোতে এই প্রথমবারের মতো এই ধরনের একটি ডাইনাসরের লেজ পাওয়া গেল। লেজটির দৈর্ঘ্য প্রায় ৫ মিটার (১৬ ফুট) লম্বা। লেজটি পাওয়া গেছে দেশটির একটি ছোট শহর জেনারেল কেপেদা (Cepeda) থেকে একটু দূরে।
ডিরেক্টর ফ্রান্সেসকোর মতে, লেজটির দৈর্ঘ্য ডাইনাসরটির দেহের দৈর্ঘ্যের প্রায় অর্ধেক। এই আবিষ্কার ইতোমধ্যে বিজ্ঞানীদের মাঝে চাঞ্চল্য তৈরি করেছে।
বিজ্ঞানীরা প্রায় ২০ দিন চেষ্টার পর মরুভুমির বুকে পাললিক শিলার আবরণ সরিয়ে ডাইনাসরটির লেজ আবিষ্কার করতে সক্ষম হয়েছেন। তারা লেজটিতে প্রায় ৫০ টি ভারটিব্রা (Vertebrae) অক্ষত অবস্থায় খুঁজে পেয়েছেন।
আবিষ্কৃত ডাইনাসরটি হাডরোসর ফ্যামিলির (hadrosaur family) অন্তর্ভুক্ত। এই আবিষ্কারের মাধ্যমে বিজ্ঞানীরা উক্ত ফ্যামিলি সম্পর্কে আরো গবেষণার সুযোগ পাবেন বলে মনে করেন ফ্রান্সেসকো। তিনি মনে করেন, ক্রিটাসিয়াস যুগের (Cretaceous period) যুগের অনেক নিদর্শন পাওয়া যাবে মধ্য-উত্তর মেক্সিকোতে।
আবিষ্কৃত ডাইনাসরটি সম্পর্কে INAH প্রথম অবহিত হয় ২০১২ সালের জুন মাসে। এরপর, নানা রকম পরীক্ষা-নিরীক্ষা শেষে এই মাসের শুরুর দিকে খনন কাজ আরম্ভ করা হয়। ডাইনাসরটির অবশেষটি আরও পরীক্ষা- নিরীক্ষার জন্য জেনারেল কেপেদা (Cepeda) শহরে খুব শীঘ্রই পাঠানো হচ্ছে।
সূত্রঃ ইন্টারনেট
লেখাঃ মাহবুব রেজওয়ান
এনভাইরনমেনটমুভ ডেস্ক