মেঘলা চিতা
মেঘলা চিতা বা Clouded Leopard .
আকাশের গায়ে যেমন মেঘ ছড়িয়ে ছিটিয়ে ভেশে বেরায় তেমনি মধ্যম আকৃতির বিড়াল প্রজাতির এই সদস্যের গায়েও মেঘের মত ছড়ান কাল দাগ থাকায় নাম হয়েছে মেঘলা চিতা বা Clouded Leopard .
মেঘলা চিত ধূসর বাদামি কালো দাগ যুক্ত মাথা থেকে দেহ ৯৫ থেকে ১২০ সেমি. এবং লেজে কালো রিং এর মত দাগ আছে । লেজ ৭৫ থেকে ৮৬ সেমি. পর্যন্ত হয়। মেঘলা চিতা নিশাচর ও এরা বৃক্ষবাসী । বড় গাছের ডালে শুয়ে বসে বিশ্রাম নেয় ফলে অনেকে মেঘলা চিতাকে গেছো বাঘ বলে । এদের খাদ্য তালিকায় আছে ছোট প্রাণী , পাখি । মেঘলা চিতা চির সবুজ বৃষ্টি ঝরা বনে থাকতে পছন্দ করে । তবে খাদ্য ও ভালো আশ্রয় আছে এমন সব ধরনের বনে থাকতে পারে ।
মেঘলা চিতা বাংলাদেশের সিলেট ও চট্টগ্রামের পাহাড়ি বনে থাকতে পারে । IUCN BANGLADESH এর তালিকায় Vulnerable অবস্থায় আছে । বিলুপ্তির মুখে এই মেঘলা চিতা । দিন দিন বন উজাড়ের ফলে বাসস্থানের অভাবে মেঘলা চিতা বিপন্ন , সেই সাথে আছে শিকারের ভয় । সুন্দর চামরা ও হার , দাঁত ইত্যাদি লোকজ চিকিৎসায় ব্যবহারের ফলে বিপদের মুখে মেঘলা চিতা । এভাবেই হয়তো আমরা হারাব আমাদের বন্যপ্রাণী তালিকা থেকে সুন্দর এই মেঘলা চিতা !
লেখা – ঋজু আজম
ছবি- ইন্টারনেট