মেটে রাজহাঁস
মেটে রাজহাঁস (Anser anser) (ইংরেজি Greylag Goose) অ্যানাটিডি পরিবারের অন্তর্গত আন্সের গনের একধরনের রাজহাঁস । এরা বাংলাদেশের পরিযায়ী পাখি। আই সি ইউ এন এই প্রজাতিকে least concern বা আশংকাহীন বলে ঘোষণা করেছে।
পৃথিবীতে এই প্রজাতির ৩ টি উপপ্রজাতি আছে। এ গুলো হল A. a. anser A. a. rubrirostris A. a. domesticus
মেটে রাজহাঁস আন্সের গণের অন্যান্য পাখিদের তুলনায় সবচেয়ে ভারী ও বড়। এরা দেখতে গোল ও মোটা । এদের চিকন ও লম্বা গলা আছে। এদের চোখ ও মাথা বড় আকৃতির হয়। এদের পায়ের রঙ গোলাপি এবং চোখ কমলা বা গোলাপি বর্ণের হয়ে থাকে। এরা লম্বায় ২৯ থেকে ৩৬ ইঞ্চি হতে পারে। পাখার দৈর্ঘ্য ১৬.২ থেকে ১৯ ইঞ্চি হতে পারে। লেজের দৈর্ঘ্য সাধারনত ২.৪ থেকে ২.৭ ইঞ্চি হয়ে থাকে। চোখের বিস্তৃতি ২.৫ থেকে ২.৭ ইঞ্চি এবং গোড়ালির দৈর্ঘ্য ২.৪ থেকে ৩.৭ ইঞ্চি হতে পারে। এদের ওজন সাধারনত ২.১৬ থেকে ৪.৫৬ কে জি হয়ে থাকে। ওড়ার সময় এদের ডানার বিস্তৃতি হয় ৫৮ থেকে ৭১ ইঞ্চি। পুরুষ পাখিরা আকারে মহিলাদের থেকে বড় হয়ে থাকে।
মেটে রাজহাঁসের পালক দেখতে মেটে খয়েরী রঙের। এর গাঢ় বর্ণের মাথা আছে। ধূসর বর্ণের পেটের মধ্যে কালো কালো দাগ থাকে। অপ্রাপ্তবয়স্কদের সাথে বড়দের তুলনা করা যায় এই দাগ দিয়ে।