শাবিপ্রবি'তে পালিত হল বৃষ্টি দিবস- ২০১৩

‘বৃষ্টির পানি রাখলে ধরে,পানির অভাব যাবে দূরে’ এ স্লোগানকে সামনে রেখে  এই প্রথমবারের মতো ১৯ জুন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পুর ও পরিবেশ কৌশল বিভাগের আয়োজনে বিশাল পরিসরে উদযাপিত হল রেইন ডে-২০১৩।

বৃষ্টির পানি সংরক্ষণে জনসাধারণকে সচেতন করার উদ্দেশ্যকে সামনে রেখে চমৎকার ও মনোমুগ্ধকর এমন দিবস উদযাপন সিলেট এই প্রথম।

সকাল ১০ টায় পুর ও পরিবেশ কৌশল বিভাগ থেকে শুরু হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে দিনের কর্মসূচী শুরু হয়। এতে অংশ নেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ডঃ মোঃ ইলিয়াস উদ্দিন বিশ্বাস, ফলিত বিজ্ঞান পরিষদের ডিন অধ্যাপক ডঃ ইঞ্জিনিয়ার মোঃ আক্তারুল ইসলাম চৌধুরী, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর বিভাগীয় প্রধান ডঃ মোঃ জাফর ইকবাল, পুর ও পরিবেশ কৌশল বিভাগীয় প্রধান  ডঃ ইঞ্জিনিয়ার মোঃ জহির বিন আলম এবং বিভাগীয় সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। এছাড়া অন্যান্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ অংশগ্রহণ করেন শাবিপ্রবির বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ।

শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একাডেমিক ভবন-‘সি’তে গিয়ে শেষ হয়।9363_10200749139003105_575056446_n

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হওয়া এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল প্রেজেন্টেশন ও ট্যাকনিকেল সেমিনার যাতে অংশগ্রহণ করে পুর ও পরিবেশ কৌশল বিভাগের শিক্ষক ও রিসার্চারগণ ওয়াটার এইড ও আইডিয়া বাংলাদেশের কর্মকর্তাগণ।বৃষ্টির পানির উপকারিতা ও আর্সেনিক রোধে বৃষ্টির ভূমিকা শীর্ষক চারটি  প্রবন্ধ উপস্থাপন করেন পুর ও পরিবেশ কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. তেীহিদুর রহমান, মঞ্জুরুল হাসান, হাফিজুল বারি ও  বেসরকারি প্রতিষ্ঠান আইডিয়া’র প্রজেক্ট ম্যানেজার পঙ্কজ ঘোষ। চলে প্রশ্নোত্তর পর্ব। উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে সম্মানিত উপাচার্য অধ্যাপক ডঃ মোঃ ইলিয়াস উদ্দিন বিশ্বাস সকলকে বৃষ্টির পানি সংরক্ষণের ব্যাপারে উৎসাহিত করেন।

সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এক সেমিনারের  আয়োজন করা হয়। এ সময় বক্তারা বৃষ্টির পানি সংরক্ষণ ও সংগ্রহে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। জীবন ধারণের প্রধান মাধ্যম ছাড়াও চাষাবাদে বৃষ্টির পানিকে পরিকল্পিতভাবে ব্যবহারের তাগিদ দেন।995677_10200746511857428_258077282_n

উল্লেখ্য যে, ওয়াটার এইডের অর্থায়নে পুর ও পরিবেশ কৌশল বিভাগের পরিচালনায় সি বিল্ডিং এর সামনে স্থাপিত হয়েছে সিলেটের প্রথম রেইন ওয়াটার হারভেস্টিং প্ল্যান্ট।

দিনের আনুষ্ঠানিক কার্যক্রম শেষে সন্ধ্যা ৬টা ৩০মিনিটে অনুষ্ঠিত হওয়া চমৎকার এক সাংস্কৃতিক অনুষ্ঠানে যাতে অংশগ্রহণ করে পুর ও পরিবেশ কৌশল বিভাগ ও আইডিয়া লাক্কাতুরা সাংস্কৃতিক গোষ্ঠী। অনুষ্ঠানে আইডিয়া লাক্কাতুরা সাংস্কৃতিক কর্মীবৃন্দ বৃষ্টির পানি সংরক্ষণের ব্যাপারে মানুষকে সচেতন করার ব্যাপারে চমৎকার একটি নাটক উপস্থাপন করেন।

তারা উপস্থাপন করেন টিপাইমুখ বাঁধ, সমাজের ধনী দরিদ্র মানুষের ব্যবধান। দেশপ্রেম বিষয়ক ও সর্বোপরি বৃষ্টির পানি সংরক্ষণের ব্যাপারে মানুষকে সচেতন করার চেষ্টাও দেখা যায় এই পরিবেশনায়। সবশেষে নোঙ্গরের সহায়তায় সিইই বিভাগীয় ছাত্রছাত্রীবৃন্দ চমৎকার গান পরিবেশন করেন।

এনভাইরনমেন্টমুভডটকম ডেস্ক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics