শাবিপ্রবিতে ব্যাঙ সংরক্ষণ দিবসের কেন্দ্রীয় সেমিনার অনুষ্ঠিত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ব্যাঙ সংরক্ষণ দিবসের কেন্দ্রীয় সেমিনার শনিবার বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘এ’ তে অনুষ্ঠিত হয়। ‘সেইভ দি ফ্রগস’নামক আন্তর্জাতিক সংগঠনের সহযোগিতায় শাবিপ্রবির একমাত্র প্রকৃতি ও পরিবেশ বিষয়ক সংগঠন ‘গ্রিন এক্সপ্লোর সোসাইটি’ এ সেমিনারের আয়োজন করে।
শাবিপ্রবির বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক সৌরভ দাশ ব্যাঙের রেডিও ট্রেকিং এর উপর সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অনিমেষ ঘোষ প্রকৃতিতে ব্যাঙের গুরুত্ব এবং একই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাফসান হুসেইন ব্যাঙ সংরক্ষণ বিষয়ে বক্তব্য রাখেন। সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর ড. হিমাদ্রি শেখর রায়।
ড. হিমাদ্রি শেখর রায় তার বক্তব্যে বলেন, “প্রকৃতিতে ব্যাঙের অবদান সম্পর্কে আমরা অনেকেই জানি না। অপরিকল্পিত নগরায়নের ফলে প্রতিনিয়ত ব্যাঙের আবাসস্থল নষ্ট হচ্ছে। অনেক ব্যাঙ প্রজাতি আজ বিলুপ্তির পথে। তাই ব্যাঙ সংরক্ষণে গবেষক ও পরিবেশ কর্মীদের পাশাপাশি আমাদের সকলের সচেতন হতে হবে।” এছাড়াও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর সিলেট শাখার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম ব্যাঙ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সেমিনারে বক্তব্য রাখেন।
সেমিনারে শাবিপ্রবির বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সেমিনার শেষে উপস্থিত শিক্ষার্থীদের নিয়ে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। গ্রিন এক্সপ্লোর সোসাইটির প্রতিষ্ঠাকালীন সভাপতি মেহেদী হাসান রুবেল বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।
উল্লেখ্য গত ২৪শে এপ্রিল গ্রিন এক্সপ্লোর সোসাইটির উদ্যোগে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাঙ সংরক্ষণ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে শাহজালাল বিশ্ববিদ্যালয় স্কুলে একটি ক্যাম্পেইন করা হয়। তারই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে ২৬শে এপ্রিলের কেন্দ্রীয় সেমিনারের মাধ্যমে গ্রিন এক্সপ্লোর সোসাইটির ‘ব্যাঙ সংরক্ষণ দিবস’ এর আয়োজন সমাপ্ত হয়।