শৈবালের ডিএনএ নকশা উন্মোচন

১০ বছরের গবেষণায় বিজ্ঞানীরা এই অতিক্ষুদ্র শৈবালের ডিএনএ নকশা উদ্ঘাটনে সমর্থ হয়েছেন। কার্বন ডাই-অক্সাইড শোষণের পাশাপাশি এটি মহাসাগরের খাদ্যচক্র ও বাস্তুসংস্থানে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
 বিজ্ঞানীরা এমিলিয়ানিয়া হাক্সলেই প্রজাতির শৈবালের জিন নকশা উদ্ঘাটন করেছেন। এককোষী এই শৈবাল পৃথিবীতে বসবাসকারী সবচেয়ে সফল জীব হিসেবে পরিচিত।
 ক্ষুদ্রাতিক্ষুদ্র ফাইটোপ্ল্যাংকটন একটি ছোট্ট জীবদেহ, যা মহাসাগরের ওপরের স্তরের বাসিন্দা।
 মহাসাগরে হাজার হাজার বর্গকিলোমিটার এলাকা আচ্ছাদিত করে রাখতে পারে এই শৈবাল ।
 এটি সাগরপৃষ্ঠের কার্বন ডাই-অক্সাইড শোষণ করে।
 কোটি কোটি মৃত শৈবাল জড়ো হয়ে জমাটবদ্ধ হয় (যেমন: যুক্তরাজ্যের ডোভার এলাকার হোয়াইট ক্লিফ)।
 জিনোম বিশ্লেষণে দেখা যায়, একটি বৈচিত্র্যময় জিনের কারণে এই শৈবাল বিশ্বজুড়ে বিভিন্ন পরিবেশে খাপ খাইয়ে নিয়ে বংশবৃদ্ধি করতে পারে।

সূত্রঃ দৈনিক প্রথম আলো (১৪/০৬/২০১৩)  2013-06-13-21-22-09-51ba3801d4336-67

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics