'সবুজে শ্যামলে বাঁচুক প্রাণ'
যান্ত্রিক নগরে মানুষকে একটু সবুজ-শ্যামল ছায়ার পরশ দিতে মিরপুর বোটানিক্যাল গার্ডেনে শতাধিক গাছপ্রেমী মানুষের অংশগ্রহণে হয়ে গেল অন্য রকম একটি আয়োজন। হয়ে গেল প্রকৃতির সৌন্দর্যে উচ্ছ্বসিত মানুষের এক রোদেলা উৎসব। সবাই মিলে বোটানিক্যাল গার্ডেনের বিভিন্ন গাছের সঙ্গে পরিচিত হলেন তাঁরা।
‘সবুজে শ্যামলে বাঁচুক প্রাণ’ এ স্লোগানে গতকাল শুক্রবার ১৪তম বারের মতো অনুষ্ঠিত হলো প্রকৃতি ও পরিবেশবিষয়ক সংগঠন তরুপল্লব-এর ‘গাছ দেখা গাছ চেনা’ শীর্ষক এ কর্মসূচি। কর্মসূচির শুরুতে প্রয়াত নিসর্গী শেখর রায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মোকারম হোসেন। আরো বক্তব্য দেন প্রকৃতিবিদ অধ্যাপক দ্বিজেন শর্মা, নিসর্গী ও লেখক বিপ্রদাশ বড়ুয়া, প্রকৃতিপত্রের সম্পাদক শাহজাহান মৃধা বেনু, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, উদ্ভিদবিদ শামসুল হক প্রমুখ।
অনুষ্ঠানে দ্বিজেন শর্মা বলেন, ‘আমরা প্রকৃতির ভাষা বুঝি না, বোঝার চেষ্টাও করিনি। নিজেদের বেঁচে থাকার স্বার্থেই আজ প্রকৃতির সঙ্গে মানুষের সংলাপ হওয়া প্রয়োজন। এ জন্যই এ আয়োজন।’
এরপর অনুষ্ঠানের অতিথিরা আগত দর্শনার্থীদের কুম্ভী, রক্তন, উদাল, গর্জন, কইনার, তমাল, তুঁত, করমজা, অশোক, রক্তকম্বল, খয়ের প্রভৃতি গাছের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
সূত্রঃ দৈনিক কালেরকণ্ঠ, ৩০,০৩,২০১৩