সবুজ অভিধানঃ খুস ঘাস(Vetiver Grass)
সিফাত তাহজিবা
Vetiveria zizanioides বা Vetiver হলো পুরু প্রকৃতির ঝোপ আকারে বিস্তৃত একধরণের ঘাসজাতীয় উদ্ভিদ যা দীর্ঘকালস্থায়ী পরিবেশগত সমস্যা ভূমিক্ষয়কে প্রাকৃতিক ভাবেই রোধ করতে সক্ষম। Vetiver শব্দটি এসেছে তামিল ভাষা থেকে। গ্রীষ্মমন্ডলীয় উদ্ভিদটি পশ্চিম এবং উত্তর ভারতে “খুস” – (Khus) ঘাস নামে পরিচিত। এদের উচ্চতা ১.৫ মিটার এবং পাতা দীর্ঘ, পাতলা ও ফুলের রং কটা-রক্তবর্ণ হয়ে থাকে। অন্য ঘাসের সাথে এর পার্থক্য হলো এরা ২-৪ মিটার নিম্নগামী বর্ধনশীল। অর্থাৎ, এদের মূল মাটির অনেক গভীরে পৌঁছোতে সক্ষম।
বহুগুণের উধিকারী এই উদ্ভিদ বন্যার সময় পানিতে নিমজ্জিত হয়েও প্রতিরোধ করতে পারে ভূ-ক্ষয়। এছাড়াও খরার তীব্র চাপ সহ্য করার ক্ষমতা আছে এদের। এই খুস উদ্ভিদ ক্ষয় এবং ভারী বৃষ্টিপাত বা কাদার ক্ষতি থেকে নদীর ঢাল সংলগ্ন ভূমি রক্ষা করতে পারে। পরিবেশের কোনরূপ ক্ষতি না করেই এটি একধরণের ‘প্রাকৃতিক প্রকৌশল সম্পদ’ হিসাবে কাজ করছে।
শুষ্ক এবং গরমকালে এই ঘাস মালচ (Mulch) হিসেবে ব্যবহার করে মাটিতে জল অনুপ্রবেশ বৃদ্ধি এবং বাষ্পীভবন হ্রাস করে মাটি আর্দ্রতাকে রক্ষা করা যায়। Vetiver ফসল রক্ষা করার জন্য ব্যবহার করা যেতে পারে,এটি কীটপতংগ আকর্ষণ করে যারা এই ঘাসের উপরই তাদের ডিম পাড়ে। এমনকি এই উদ্ভিদ কফি, কোকোয়া এবং চা চাষের মধ্যে আগাছা নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয়। সাম্প্রতিক একটি গবেষণায় জানা গেছে,এই ‘খুস’ উদ্ভিদ জ্বালানী-দূষিত মাটিতে জীবন ধারণ করতে সক্ষম হচ্ছে!
খুস উদ্ভিদ যে শূধু মাটি ক্ষয়রোধ করে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাই নয় এটি থেকে বিভিন্ন ধরণের ওষুধ প্রস্তুত করা হচ্ছে। আফ্রিকার ২৪টি দেশ, এশিয়ার ১৩টি দেশ ও আমেরিকা ১১টি দেশে পাওয়া গেছে।