সরীসৃপবিদ্যায় নতুন আবিস্কার ; সাপের শারীরবৃত্তীয় কার্যক্রমের উপর রয়েছে বৃস্টিপাতের প্রভাব
অনিমেষ ঘোষ অয়ন
সাপের শারীরবৃত্তীয় কার্যক্রমের উপর রয়েছে বৃস্টিপাতের প্রভাব । সম্প্রতি এক গবেষনায় ব্রিটিশ হারপেটোলজিকাল সোসাইটির এক গবেষণা প্রবন্ধে এ সম্পর্কিত তথ্য উঠে এসেছে।
গবেষণা সম্পন্ন করেন বাংলাদেশের তরুন গবেষক শাহরিয়ার সিজার রহমান , সাথে ছিলেন কারিনাম বাংলাদেশের ডঃ এস এম এ রশীদ, কানাই রবি দাশ, আমেরিকার ওরিয়ন সোসাইটি’র ক্রিস জেঙ্কিন্স এবং ইতালির সেন্টার ফর এনভায়রনমেন্টাল স্টাডিজের অধ্যাপক ডঃ লুকা লৌসেলি।
শাহরিয়ার সিজার রহমান এ ব্যাপারে এনভায়রনমেন্ট মুভ.কম’কে জানান, ‘২০১১ থেকে ২০১২ সাল পর্যন্ত মোট ১৪ মাস সাপের কর্মকাণ্ডের ধরন রেকর্ড করা হয়। কোন মাসে কয়টি সাপ দেখা গেছে, কী অবস্থায় দেখা গেছে ইত্যাদি তথ্য আমরা লিপিবদ্ধ করি। আর এই কাজের জন্যে আমরা বেছে নিই লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর দিয়ে চলে যাওয়া ৭ কিলোমিটার দীর্ঘ রাস্তা’।
তিনি আরও জানান এই ১৪ মাসে গবেষণা দল ৩০টি প্রজাতির মোট ৫০৩টি সাপের তথ্য লিপিবদ্ধ করা হয়। এই সাপগুলি ‘রোড কিলড’ অর্থাৎ রাস্তায় এদেরকে মৃত অবস্থায় পাওয়া গেছে। গবেষণা প্রবন্ধটি থেকে আরও জানা যায় মৌসুমী বায়ুর প্রভাবে আমাদের দেশে যখন বৃস্টিপাত শুরু হয় তখন মূলত সাপ সবচাইতে সক্রিয় হয়ে উঠে। মূলত জুন থেকে সেপ্টেম্বর মাসে সাপের সক্রিয়তা সবচাইতে বেশী লক্ষ্য করা গেছে। অন্যদিকে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারী এই তিনমাস সবচাইতে কম সক্রিয়তা দেখা গেছে।
এ ধরনের গবেষণা এশিয়ান অঞ্চলের সাপের উপর এবারই প্রথম করা হল। এই গবেষণার মাধ্যমে আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয়টি উঠে আসে তা হল লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর দিয়ে যে রাস্তা আছে তাঁর কারনে প্রতিবছর মারা পড়ছে শত শত প্রানি, যা লাউয়াছড়া’র জীববৈচিত্র্যের জন্যে হুমকীস্বরুপ হয়ে দাড়িয়েছে।
এনভাইরনমেন্টমুভ ডটকম ডেস্ক