সাগরের বিস্ময়কর রক্তচোষা
মাইন রানা
এই প্রাণীটি সাগরের এক বিস্ময়কর প্রানী। অন্য মাছের রক্ত খেয়ে জীবন ধারণ করে তাই এরা একপ্রকার পরজীবী প্রাণীও বটে। একবার কোন মাছের শরীরে লেগে যেতে পারলে রক্ত খেয়ে খেয়ে সেখানেই বড় হয়। এরা কিন্তু জোঁকের মতো বা কাছাকাছিও নয়। এরা মেরুদণ্ডী প্রাণী এবং এদের Super class: Agnatha ও বৈজ্ঞানিক নাম (Petromyzon marinus)। এদের বলা হয় সী লামপ্রে (sea lamprey)। এদের গোল চাকতির মতো মুখ, অসংখ্য ধারালো দাঁত ও বিশেষ জিহ্বার সাহায্যে দিনের পর দিন এরা একটি পোষক দেহ থেকে রক্ত খেতে থাকে। এর এক পর্যায়ে পোষক মাছটি মৃত্যুর কোলে ঢলে পরে।
উত্তর অ্যাটলান্টিক সাগর, ইউরোপ ও উত্তর আমেরিকার উপকূলীয় এলাকা, ভূমধ্যসাগর, গ্রেইট লেকে এই Lamprey প্রাণীটি পাওয়া যায়। সামুদ্রিক প্রানী হলেও এদের জীবন শুরু হয় মিঠা পানিতে। ডিম থেকে ফুটার পর দীর্ঘ জীবনচক্রের কয়েকটি পরিবর্তন শেষে প্রাপ্ত বয়সে সাগরে মাইগ্রেশন করে এবং রক্ত খেয়ে জীবন ধারণ শুরু করে।
এদের প্রজনন আরেক বিস্ময়কর ঘটনা। সাগর থেকে মিঠাপানির সরু নালায় এরা চলে এসে পানিতে পুরুষ Lamprey ফেরোমোন ছেড়ে দেয়। এই ফেরোমোনের গন্ধে স্ত্রী প্রাণীও এসে জড়ো হয়। এরপর চলে ভয়ংকর যৌনমিলন খেলা। রতিখেলার এক পর্যায়ে সকল পুরুষ প্রাণী মারা যায়। সাথে সাথে স্ত্রী Lamprey ডিম দেবার পর তারাও মারা যায়। মৃতদেহগুলি ভেসে যায়, পচে যায় বা অন্য প্রাণীদের খাদ্য হয়ে যায়। ডিম থেকে আবার দীর্ঘ জীবনচক্র শুরু হয়।
ছবিঃ ইন্টারনেট