![](https://www.environmentmove.earth/wp-content/uploads/2013/11/haiyan.jpg)
সুপার টাইফুন হাইয়ান আতঙ্কে ভিয়েতনাম
ভিয়েতনাম এর দিকে এগিয়ে চলেছে প্রলয়ঙ্কারি টাইফুন হাইয়ান। ইতিমধ্যেই প্রায় এক লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। হাইয়ান টাইফুন, যা এই বছরের সবচেয়ে শক্তিশালী ঝড় গত শুক্রবার ফিলিপাইন এ প্রায় ১৯৫ মাইল প্রতি ঘণ্টায় আঘাত হানে এবং ব্যাপক ধংসজজ্ঞ চালায়।
কর্তৃপক্ষ দানাং এবং ঙ্গাই এর মত উপকুল এলাকা থেকে মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। ভিয়েতনাম সরকার দেশে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। উপকুল এবং নিচু অঞ্চলগুলোতে স্কুল-কলেজ ,অফিস,দোকান-পাট সব বন্ধ ঘোষণা করা হয়েছে। অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অনেক মানুষ অবস্থান নিয়েছে। টাইফুন এর শক্তি কিছুটা কমে গেলেও এটি এখনো ব্যাপক ক্ষয়ক্ষতি করতে সক্ষম।
ইতোমধ্যেই ভিয়েতনাম এয়ারলাইনস এর সকল ফ্লাইট বাতিল করা হয়েছে। সমুদ্রে অবস্থানকারী সকল নৌযানকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে। তাছাড়া সরকারি সকল সংশ্লিষ্ট সংস্থা প্রস্তুতিমুলক সকল পদক্ষেপ নিতে বলা হচ্ছে।
![সুপার টাইফুন হাইওয়ান ভিয়েতনাম এর দিকে এগিয়ে চলেছে।](http://dev.environmentmove.earth/wp-content/uploads/2013/11/typhoon.jpg)
এর আগে গত শুক্রবারে ফিলিপাইনে হাইয়ান এর আঘাতে প্রায় ১০,০০০ মানুষ নিহত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। হাইয়ান এর ব্যাপক ধ্বংসযজ্ঞ ভিয়েতনাম সরকারকে আরও বেশি সাবধান করে তুলেছে। ফিলিপাইনে ঝড়ের পর এখন ব্যাপক বর্ষণ হচ্ছে যা উদ্ধারকাজে ব্যাপক বাধার সম্মুখিন করাচ্ছে। ভিয়েতনামের প্রধানমন্ত্রী ঙ্গুয়েন ট্যাং দুং শুক্রবার এক জরুরি সভায় উপরোক্ত পদক্ষেপগুলো নেয়ার নির্দেশ দেন। টাইফুনটি রবিবার ভোরে ভিয়েতনামে আঘাত হানতে পারে।তাছাড়া ভিয়েতনাম এর জল-বৈদ্যুতিক স্থাপনাগুলির নিরাপত্তার জন্য সকল পদক্ষেপ নেয়া হয়েছ।
এনভাইরনমেন্টমুভ ডটকম ডেস্ক