১৬০০ শহরকে পেছনে ফেলে শীর্ষস্থানে দিল্লী !

ফারজানা হালিম নির্জন

দিল্লী এবার একাই প্রথম স্থানে চলে এসেছে ! গতবার চীনের বেইজিং-এর সাথে যুগ্মভাবে প্রথম স্থান দখল করেছিল ভারতের দিল্লী। কিন্তু প্রথম স্থান দখল করার পরেও দিল্লীর মানুষজনের মনে বেশ আতংক ছড়িয়ে পড়েছে! গোটা ভারতবাসীর এখন একটাই কষ্ট,কেন তারাই প্রথম হলো ! এ আবার তাহলে কেমন জাতি,যারা প্রথম হয়েও ক্ষুব্ধ,ভীত ও আতংকিত ! অবাক হচ্ছেন ? বলছিলাম,WHO (WORLD HEALTH ORGANIZATION)এর প্রতিবেদনের কথা। তাদের জরিপ অনুযায়ী, ২০১৪ সালের বায়ু-দূষণের তোপে পড়া শহরগুলোর মধ্যে দিল্লী এবারে ১ নম্বরে। কিন্তু বায়ু-দূষণের র‍্যাংকিং করে আসলে লাভটা কী ! দিল্লীতে তো দিব্যি সবাই খেয়ে পড়ে বেঁচে আছে। তাহলে,কী হয় বায়ু দূষিত থাকলে?dilhi 1

সে কথায় নাহয় একটু পরে আসছি। এবারের জরিপে যা সবচেয়ে বেশি দৃষ্টিগোচর হয়েছে,তা হচ্ছে গতবারের তালিকায় এক নম্বরে থাকা বেইজিং চলে গেছে ৭৭ এ! তাছাড়াও,চীনের আরো কিছু শহর বায়ু-দূষণের তালিকায় বেশ শুরুর দিকেই অবস্থান করছিলো ২০১৩ সালে। কিন্তু এবার প্রথম ২০ –এই নেই চীনের কোনো অস্তিত্ব। এটি অবশ্যই প্রশংসনীয়। কিন্তু ভারতের এ কী হাল ! সেরা ২০ বায়ু-দূষিত শহরের মধ্যে ১৩ টি স্থান কেবল একা ভারতেরই দখলে! তাও আবার ৯১ টি দেশের মোট ১৬০০ শহরের সাথে লড়াই করে তারা আজ এই অবস্থানে! যদিও WHO বেশ অসন্তুষ্টি রেখেই প্রকাশ করেছে এই ফলাফল। এই জরিপে এমন অনেক শহর বাদ পড়েছে,যারা বায়ু-দূষণের রূপ বেশ ভয়াবহভাহে মোকাবিলা করছে। কিন্তু তারা নিজেদের শহরের দূষণ সংক্রান্ত কোনো তথ্য  WHO এর কাছে পাঠায় নি। car_pollution

বায়ু-দূষণের মাত্রা কতটুকু,তা নির্ণয় করার পদ্ধতি রয়েছে। বাতাসে অনেক ধরণের কণা ঘুরে বেড়ায়। তারা এতোটাই সূক্ষ্ম যে খালি চোখে দেখা একেবারেই অসম্ভব। এরা আবার সাস্থ্যের জন্যও বেশ খারাপ। এদেরকে বলে PM (Particulate Matter). বিজ্ঞানীরা তাদের কাজের সুবিধার জন্য এইসব কণাকে দু’ভাগে ভাগ করেছেন । PM 2.5 এবংPM 10। PM 2.5বলতে সেসব কণাকে বুঝায়,যাদের আকার ২.৫ মাইক্রোমিটার কিংবা তার থেকে ছোট। এই ধরণের ছোট কণাগুলো এতোই সূক্ষ্ম,যা মানুষের একটি চুল থেকে ১০০ গুন সরু ! এরা বেশ সহজেই শরীরের ভেতর প্রবেশ করতে পারে। আর প্রবেশ করেই,ফুসফুসকে আক্রমণ করার জন্য হুলুস্থুল কান্ড ঘটিয়ে ফেলে। ফলস্বরূপ,ফুসফুসের ক্যানসার,হৃদরোগ,ব্রংকাইটিস, অ্যাজমা থেকে শুরু করে নানা রকম রোগের আবির্ভাব হতে শুরু করে। এই বছর, দিল্লীতে প্রতি ঘনমিটারে ১৫৩ মাইক্রোগ্রাম PM 2.5এর অস্তিত্ব পাওয়া গেছে। আর একসময়কার প্রধান বায়ু-দূষিত শহর,বেইজিং এ পাওয়া গেছে ৫৩ মাইক্রোগ্রাম ! WHO এর মতে, নিরাপদ থাকার জন্য PM 2.5এর পরিমাণ প্রতি ঘনমিটারে অবশ্যই ১০ মাইক্রোগ্রামের মধ্যে থাকা উচিত। অথচ ১১০০ শহরের চাইতেও বেশি সংখ্যক শহরে এই মাত্রা ১১ এর উপর স্বাভাবিকভাবেই। আর দিল্লীর ? delhi_pollution

দিল্লীকে নিয়ে খুব বেশি তোলপাড় তৈরী হবার কারণেই কিনা, দিল্লীর একজন বিজ্ঞানী বলেছেন, WHOযে তথ্য প্রকাশ করেছে,দিল্লীর অবস্থা অতটা খারাপ নয়। তিনি বলছেন, ১৫৩ এর স্থলে ১১০ হবে হয়তো । আর সেটাই দূষিত শহরের র‍্যাংকিং-এ প্রথম ১০ এর মধ্যে থাকার জন্য উপযুক্ত কারণ। যদিও দিল্লী সরকারের নিজস্ব বিজ্ঞানীরা WHOএর তথ্যকেই পুরোপুরি সঠিক বলে স্বীকার করেছেন। যতকিছুই হোক,নম্বর তো ঐ ১ ই! সকলের দৃষ্টি এখন এই শহরটির দিকেই। চীন তার ভয়াবহতা থেকে নিজেকে অনেকটা দূরে সরিয়ে এনেছে,কিন্তু ভারত কেন পারছেনা ? ভারতের মানুষজন এখন কোন ভরসায় স্বস্তির নিঃশ্বাস নিবে?

আরেকটি কথা, আমাদের বাংলাদেশের নারায়নগঞ্জ কিন্তু ১৭ তম অবস্থানে আছে !

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics