অপর্যাপ্ত শ্রম পরিবেশ ; ভালো নেই প্লাস্টিক কারখানার শ্রমিক
মাহবুব রেজওয়ান
পৃথিবীর উন্নয়নশীল দেশগুলোর মদ্ধে বাংলাদেশ অন্যতম। পৃথিবীব্যাপী বাণিজ্য ও শিল্পের বেশ কিছু খাতে বাংলাদেশের অবদান রয়েছে। প্লাস্টিক শিল্পে বাংলাদেশের অবদান বেশ শক্তিশালী। বাংলাদেশ প্লাস্টিকের তৈরি বিভিন্ন পণ্য ইউরোপ ও পৃথিবীর আর ২৩ টি দেশে রপ্তানি করে থাকে। বর্তমানে বাংলাদেশে ৫,০৫২ টি ছোট-বড় প্লাস্টিক শিল্পের কারখানা রয়েছে যা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ২০১১-১২ অর্থ বছরে বাংলাদেশ প্লাস্টিক শিল্প থেকে প্রায় ৯০.১০ মিলিয়ন ডলার আয় করেছে।
কিন্তু, বাংলাদেশের প্লাস্টিক শিল্পের উন্নয়নে যারা শ্রম দিয়ে যাচ্ছে, সেই শ্রমিকরা কেমন আছে? না, তারা খুব একটা ভাল নেই। সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে, এই শিল্পের ৩,০০০ এরও বেশি শ্রমিক খুবই প্রতিকূল পরিবেশে কাজ করছে। যাদের মধ্যে বেশিরভাগই শিশু শ্রমিক।
বাংলাদেশের প্লাস্টিক শিল্প মূলত গড়ে উঠেছে ঢাকার ইসলামবাগে। এখানকার বেশিরভাগ প্লাস্টিক কারখানা পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই তাদের কাজ চালিয়ে যাচ্ছে। দারিদ্রসীমার নিচে বসবাসকারী অনেকেই তাদের জীবিকার তাগিদে এই অস্বাস্থ্যকর ও অনুমোদনহীন কারখানাগুলোতে কাজ করে যাচ্ছে। এই কারখানাগুলোতে কাজের পরিবেশ খুবই নিম্নমানের। তাছাড়া, এই ধরনের কারখানাগুলোর বেশিরভাগই শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দিকে একেবারেই মনোযোগ দেয় না। শ্রমিকদের কেউ আহত হলে তাদের সুচিকিৎসার কোন ব্যবস্থাও নেই অধিকাংশ কারখানাগুলোতে। প্রাথমিক চিকিৎসার অল্প কিছু সুযোগ রয়েছে কিছু কিছু কারাখানাতে। অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করে অনেক শ্রমিকই অসুস্থ হয়ে পড়ে।
তাছাড়া, ইসলামপুর একটি ঘনবসতিপূর্ণ এলাকা। কারখানাগুলোর অস্বাস্থ্যকর পরিবেশ এই এলাকার পরিবেশের উপরেও বিরুপ প্রভাব ফেলছে। ঘটছে বায়ুদূষণ সহ আর নানা রকম পরিবেশ বিপর্যয়। এতে করে এই এলাকার মানুষের স্বাস্থ্যগত নিরাপত্তা পড়ে যাচ্ছে হুমকির মুখে।প্লাস্টিক কারখানাগুলোতে সঠিক পরিবেশ নিশ্চিত করা গেলে একদিকে যেমন আশেপাশের পরিবেশও সুন্দর থাকবে, তেমনি উৎপাদন ক্ষমতাও বৃদ্ধি করা যাবে।
এনভাইরনমেন্টমুভ ডটকম ডেস্ক
সূত্রঃ দি স্টার ম্যাগাজিন ( ডেইলি স্টার)