আপনি জানেন কি??
**ভুটান হল বিশ্বের প্রথম ধূমপানমুক্ত দেশ !!
**ব্রাজিলের এক জাতের বাদাম গাছ প্রায় ২০০ ফুট দীর্ঘ হয় এবং বড় হতে সময় লাগে কয়েক যুগ। এরপর গাছ থেকে পাঁচ পাউন্ড ওজনের বাদাম ভরা ফল মাটিতে পরে !!
**”যদি পৃথিবীর সকল মৌমাছি কোনো কারনে মারা যায় তবে পৃথিবী থেকে ৪ বছরের মধ্যে মানুষ নামক প্রাণীর বিলুপ্তি ঘটবে!!” আইনস্টাইন এর কথা।
**কুকুরের গন্ধ শোকার ক্ষমতা মানুষের চাইতেও ১০০০ গুন বেশী ।
**শুধুমাত্র একটি মাত্র খাবার রয়েছে পৃথিবীতে যেটি পঁচেযায় না। বলুন তো সেটি কী? -মধু।
**কুমির তার জিভ বাইরে বের করতে পারেনা!
**শামুক প্রয়োজনে টানা তিন বছর ঘুমিয়ে কাটাতে পারে!
**প্রজাপতি তার পায়ের সাহায্যে সবকিছুর স্বাদ অনুভব করে থাকে!
**পৃথিবীতে হাতী হচ্ছে একমাত্র প্রাণী যারা লাফ দিতে পারেনা!
(সংগৃহীত)