আসছে ইয়ুথ স্ট্রাটেজি এনভাইরনমেন্ট ২০১৩
তরুণদের মেধা ও মননশীলতাকে কাজে লাগিয়ে পরিবেশের অবক্ষয় রোধে নতুন নতুন কৌশল উদ্ভাবনের প্রচেষ্টায় আগামী ২১ শে জুন,২০১৩ “ইয়ুথ স্ট্রাটেজি এনভাইরনমেন্ট ২০১৩” শিরোনামে একটি সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে “ইয়ুথ ওয়ার্ক বাংলাদেশ”।
বর্তমান পৃথিবীর সবচেয়ে আলোচিত বিষয় পরিবেশ দূষণ রোধে নতুন নতুন কৌশল, পরিকল্পনা এবং তার যথার্থ ব্যাবহারের উপায় নির্ধারণে যুব সমাজকে সক্রিয় করাই উক্ত সম্মেলনের প্রধান উদ্দেশ্য। সেই লক্ষেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একত্রিত করার এই প্রয়াস। যার মাধ্যমে পরিবেশের দুর্দশাগ্রস্ত পরিস্থিতি পরিবর্তনের জন্য সময় উপযোগী পরিকল্পনা গ্রহণে যুব সমাজের অংশগ্রহণ বৃদ্ধি করবে। এই প্রয়াসটি ভবিষ্যতের জন্য দারুন সহায়ক হবে বলে “ইয়ুথ ওয়ার্ক বাংলাদেশ” বিশ্বাস করে। সম্মেলনটি হবে পুরো দিন ব্যাপী। এই সম্মেলনে থাকবে পরিবেশের বিভিন্ন বিষয়ের উপর নতুন নতুন কৌশল উপস্থাপন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে “ফোকাস গ্রুপ ডিসকাশন” যার মূল প্রতিপাদ্য বিষয় হবে “বাংলাদেশের গ্রামীণ ও শহর অঞ্চলের পরিবেশ উন্নয়ন” যেখানে তরুণরা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে পরিবেশের সমস্যাগুলো সমাধানের লক্ষে তাদের কৌশল নির্ধারণ করতে পারবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১০০-১৫০ শিক্ষার্থীদের ১০-১৫ টি গ্রুপে বিভক্ত করে প্রতিটি গ্রুপকে পরিবেশ সম্পর্কে নির্বাচিত কিছু বিষয় নির্ধারণ করে দেয়া হবে। যেখানে তারা “ফোকাস গ্রুপ ডিসকাশন” এর মাধ্যমে সমাধান নির্ধারণ করবে। পরিশেষে ৩ টি গ্রুপকে চ্যাম্পিয়ন ও রানার আপ হিসেবে ঘোষণা করা হবে এবং শ্রেষ্ঠ বক্তা, অংশগ্রহণকারী এবং চ্যাম্পিয়নদের পদক ও সনদপত্র প্রদান করা হবে এবং প্রত্যেক অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হবে।
উক্ত সম্মেলনে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডঃ এস. এম.ইমামুল হক, অধ্যাপক ডঃ মোঃ দিদার-উল আলম, ব্রিটিশ কাউন্সিলের প্রোগ্রাম ম্যানেজার জনাব হেলাল উদ্দিন এবং পররাষ্ট্র মন্ত্রনালয়ের সহকারি সচিব জনাব তারেক।
এনভাইরনমেন্টমুভডটকম ডেস্ক।