আসর বসছে আবার; ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড- ২০১৩
সংকট এবং তারুণ্য শব্দ দুটি বুৎপত্তিগত দিক থেকে ভিন্ন হলেও বাস্তবিক কোন সমস্যায় সম্ভবত সবচেয়ে প্রাসঙ্গিক। সকল দেশে এবং সকল সময়ে যে কোন সংকটে তরুনদের অংশগ্রহণ লক্ষ্যনীয়।বর্তমান সময়ে ‘পরিবেশ বিপর্যয়’ আলোচিত সংকটগুলোর একটি।আর এই সংকট মোকাবেলার ক্ষেত্রেও সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপটি হল নতুন প্রজন্মকে পরিবেশগত জ্ঞানে ওয়াকিবহাল রাখা। কারণ আজকের এই ব্যাপক পরিবেশ বিপর্যয়ের অন্যত্তম কারণ হল সাধারণ জনগনের মধ্যে পরিবেশ সম্পর্কে যথেষ্ঠ জ্ঞানের অভাব।যেহেতু ভবিষ্যত পৃথিবীর ধারক আমাদের নতুন প্রজন্ম, তাই আগামী দিনের পরিবেশগত চ্যালেঞ্জসমুহকে মোকাবিলা করতে হবে তাদেরকেই। তারই প্রস্তুতি হিসেবে BYEI (Bangladesh Youth Environmental Initiative) দ্বিতীয়বারের মত সারা দেশ ব্যাপী অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্যে আয়োজন করতে যাচ্ছে ‘জাতীয় ধরিত্রী অলিম্পিয়াড ২০১৩(National Earth Olympiad 2013, NEO’13)। এ আয়োজনের মূল উদ্দেশ্য পরিবেশগত জ্ঞানকে পৃষ্টপোষকতার সাথে সাথে পরিবেশ সম্পর্কে নতুন প্রজন্মের মধ্যে সচেনতা বৃদ্ধি করা।তিনটি পর্বের এই আয়োজনের প্রথম পর্বটি অনুষ্ঠিত হবে দেশের ৭টি বিভাগীয় শহরে।“Learn To Champion the World” এই স্লোগানকে সামনে রেখে NEO’13 শিক্ষার্থীদের যে যে বিষয়ের জ্ঞানকে গুরুত্ব দেবে তা হল- ভুবিদ্যা(Geology), আবহবিদ্যা(Meteorology), স্থলজ জোতির্বিদ্যা(Terrestrial Astronomy),পরিবেশ বিজ্ঞান(Environmental Science) এবং সর্বোপরি পরিবেশ সম্পর্কিত সাধারন জ্ঞান। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ৮০ নম্বরের একটি নৈবর্ত্তিক পরীক্ষায় অংশগ্রহণ করবে যার জন্য নির্ধারিত সময় ৬০ মিনিট। বিভাগীয় পর্যায়ের বিজয়ীরা বিশেষ পুরুষ্কারের সাথে সাথে পাবে ঢাকায় জাতীয় পর্যায়ের ধরিত্রী অলিম্পিয়াডে অংশগ্রহনের সুযোগ।আর জাতীয় পর্যায়ের বিজয়ীরা ইন্ডিয়াতে সপ্তম “আন্তর্জাতিক ধরিত্রী ও বিজ্ঞান অলিম্পিয়াড”(International Earth Science Olympiad, IESO)এ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে। বিনামূল্যে নিবন্ধন, সিলেবাস এবং NEO সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন www.byei.org/neo.