আসুন আজকে সিংহ সম্পর্কে কিছু তথ্য জেনে নেই

► সিংহ সাধারণত দলের মধ্যে বাস করে।। একদল সিংহকে একত্রে “প্রাইড” বলা হয়।। একটি প্রাইডে ১০-১৫টি সিংহ/সিংহী থাকে।।

► পুরুষ সিংহের কাজ হলো দলকে প্রতিপক্ষের আক্রমণ থেকে রক্ষা করা আর সিংহী অর্থাৎ মেয়ে সিংহের কাজ হলো দলের জন্য শিকার করা।।282280_438257222876339_1176455488_n

► একটি সিংহের গর্জন ৫ মাইল দূর থেকে পর্যন্ত শোনা যায়।। সিংহ গর্জনের মাধ্যমে নিজের এলাকার প্রতি দখল নিশ্চিত করে যাতে অন্য কোনো সিংহের দল সেই এলাকার আশেপাশে না ভিড়তে পারে।।

► একটি সিংহ শিকার ধরার সময় সর্বোচ্চ ৮০ কিমি/ঘণ্টা গতিতে ছুটতে পারে।।

► জঙ্গলে থাকা সিংহের দল বছরে সর্বোচ্চ ২২-২৫টি শিকার ধরে থাকে।।

তথ্য ও ছবি : ইন্টারনেট অবলম্বনে…..
ফয়সাল হাসান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics