ইপসার সমাজ উন্নয়ন বিষয়ক গবেষণাধর্মী প্রকাশনা ”সোশ্যাল চেঞ্জ” এর মোড়ক উন্মোচন
সমাজ উন্নয়ন সংগঠন ইপসা’র উন্নয়ন বিষয়ক গবেষণাধর্মী প্রকাশনা “সোশ্যাল চেঞ্জ” এর ৪র্থ ইস্যুর মোড়ক উন্মোচন অনুষ্ঠান ও আলোচনা সভা ইপসা’র প্রধান কার্যালয়ে আজ ২৪ মার্চ, ২০১৫ ইং অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্ট্রগ্রাম বিশ্বদ্যিালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. শায়রুল মাশরেখ এবং সভাপতিত্ব করেন ইপসা’র প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান।
প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান ”সোশ্যাল চেঞ্জ” এর উদ্দেশ্য ও ইতিবৃত্ত তুলে ধরে একে উন্নয়ন কর্মী, গবেষক, শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন স্টেকহোল্ডারদের ভাব বিনিময়ের ক্ষেত্র হিসেবে বিবেচনা করেন।
প্রধান অতিথি ড. শায়রুল মাশরেখ বাংলাদেশে বিভিন্ন ধরণের উন্নয়ণমূলক গবেষণার কথা আলোকপাত করে প্রকাশনার অভাবে তা সাধারণ মানুষের কাছে যাচ্ছে না বলে আক্ষেপ করেন। তিনি আশা করেন, ইপসা’র এই উদ্যোগ “ সোশ্যাল চেঞ্জ” সমাজ উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার বিষয়ক গবেষণাসমূহের একত্রিতকরণ করবে এবং গবেষক, ছাত্র-শিক্ষক, উন্নয়নকর্মী, সরকারের বিভিন্ন স্তরের নীতিনির্ধারকদের কাজে সহায়ক ভূমিকা পালন করবে। অনূষ্ঠানের সর্বশেষে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে “সোশ্যাল চেঞ্জ” এর মোড়ক উন্মোচন করেন এবং এর পরবর্তী প্রকাশনার সফলতা কামনা করেন। উক্ত সভায় ইপসা’র সিনিয়র কর্মকর্তা, গবেষক এবং চট্টগ্রামের বেশ কয়েকজন মানবাধিকার কর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য উক্ত প্রকাশনাটি ইপসার ওয়েবসাইটে পাওয়া যাবে।