ঈশ্বরদীতে ১২ বিঘা জমির পেয়ারা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা
উপজেলার ছলিমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে সোমবার রাতে প্রায় ৭০০ পেয়ারা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
পেয়ারা চাষ লাভজনক হওয়ায় এ গ্রামের দুই ভূমিহীন কৃষক আবুল কালাম ও শামসুল সরদার প্রায় ১২ বিঘা জমি ইজারা নিয়ে দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির দুটি পেয়ারার বাগান গড়ে তোলেন। সোমবার রাতে কয়েক দুর্বৃ্ত্ত বাগানে ঢুকে ৭০০ পেয়ারা গাছ কেটে ফেলে। এ ব্যাপারে ঈশ্বরদী থানায় মামলা হয়েছে। থানার ওসি আকবর হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সূত্রঃ দৈনিক সমকাল (১০/০৪/২০১৩)