এন্টার্কটিকার বরফের নিচে আগ্নেয়গিরি !!

সুমাইয়াতুল সিদ্দিক

এতোদিন জানা ছিল বৈশ্বিক উষ্ণতাবৃদ্ধির কারণে দক্ষিন মেরুর বরফ গলছে । এ বরফ গলনের কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতাও বেড়ে যাচ্ছে । তবে,সাম্প্রতিক এক গবেষণায় এক অভূতপূর্ব তথ্য বের হয়ে এসেছে। গবেষণায় এন্টার্কটিকার পূর্বাংশে আগ্নেয়গিরি অস্তিত্ব পাওয়া গিয়েছে । যেটিকে ঐ এলাকায় বরফ গলনের অন্যতম প্রভাবক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ErebusVolcano_main_0517

“ন্যাচার অব জিওসাইন্স” জার্নালে একদল গবেষকের বর্ণনায় উঠে এসেছে কিভাবে ভূমিকম্পের গবেষণা করতে গিয়ে এই আগ্নেয়গিরির অস্তিত্ব পাওয়া গেছে । এন্টার্কটিকার ওয়েস্টার্ন  মেরিকবার্ড ল্যান্ডে প্রথম এর অস্তিত্ব পাওয়া যায় ।

নাসার বিজ্ঞানীর দল বলেছে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে এ  আবিষ্কার গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে। বরফ যত গলতে থাকবে ততই সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে যা উপকূলীয় অঞ্চলগুলোর বিলীন হওয়ার আশঙ্কা বাড়ায়।

এ গবেষণা ইঙ্গিত করে, এন্টার্কটিকার বরফের নিচে আগ্নেয়গিরি সক্রিয় থাকায় উত্তপ্ত ম্যাগমা বরফের গলন ও প্রবাহ ত্বরান্বিত করে। আগ্নেয়গিরি এ স্থানন্তর প্রতিনিয়ত দক্ষিন দিকে অগ্রসর হচ্ছে যার গতি প্রতি মিলিয়ন বছরে ৯.৬ কি মি। এ অব্যাহত প্রক্রিয়া সামনের বছরগুলোতে কি পরিণতি আনবে তা জানতে আরও কিছুটা পর্যবেক্ষণ প্রয়োজন বলে জানিয়েছেন গবেষক দল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics