
কচ্ছপ নিধন

অবিচ্ছেদ্য অংশ উপকারী এ প্রাণীটির বিলুপ্তি ঘটছে। ।গভীর সমুদ্রে জেলেদের ফেলে রাখা ট্রলিং জাল, বিহিঙ্গি ও বার্মাইয়া (মিয়ানমারের) নিষিদ্ধ রক ও কারেন্ট জালে আটকা পড়ছে মা-কচ্ছপ। গর্ভবতী কচ্ছপকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে সাগরে নিক্ষেপ করছেন জেলেরা। পরে জোয়ারের পানিতে সৈকতে ভেসে আসছে। সুন্দরবনের দুবলার চর থেকে ছবিটি তুলেছেন এনভায়ারমেন্টমুভ ডটকম প্রতিনিধি তাওহীদ হোসাইন।