কাঠ ময়ুর বা কাঠমৌর
কাঠ ময়ুর বাংলাদেশের পার্বত্য এলাকায় একসময় ভাল রকমেই ছিল। বাংলাদেশ স্বাধীন হবার পরেও এটি অনেক জায়গায় দেখার তথ্য আছে। বর্তমানেও মাঝে মাঝে হঠাৎ এর ডাক শুনা যায় বলে অনেকে বলে থাকেন। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার স্থানীয় অনেক বাসিন্দা আমাকে এটি দেখেছেন বলে জানিয়েছিলেন ২০০৮ সালে যদিও আমি কখনো দেখি নাই।
এরা Phasianidae গোত্রের পাখি যার ইংরেজি নাম Grey Peacock-Pheasant এবং বৈজ্ঞানিক নাম Polyplectron bicalcaratum; যার অর্থ নখরধারী কাঠমৌর। অন্যান্য Pheasant এর মতো এই কাঠমৌর এর ছেলে পাখি ও মেয়ে পাখির মধ্যেও আকার ও চেহারায় কিছুটা আলাদা বৈশিষ্ট দেখা যায়। ছেলে পাখির পিঠে সুন্দর নকশা ও লম্বা লেজ থাকে। মেয়ে পাখি ছেলে পাখির চেয়ে ছোট এবং অনুজ্জ্বল।
বাংলাদেশের পাহাড়ি এলাকা যেমন সিলেট ও পার্বত্য বনাঞ্চলে পাওয়া যায়। বাংলাদেশ ছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ যেমন ভারত, ভুটান, মায়ানমার, থাইল্যান্ড এমনকি ভিয়েতনামেও এই কাঠমৌর বন্য অবস্থায় পাওয়া যায়। সারা পৃথিবীতে এরা বিলুপ্তির মুখে না থাকলেও বাংলাদেশ এরা মহাবিপন্ন অবস্থায় রয়েছে এবং বাংলাদেশ বন্যপ্রাণী আইনেও এটি সংরক্ষিত। ছবিঃ উইকিপিডিয়া
মাইন রানা