কার্বন নিষ্কাশনে নতুন হাতিয়ার!!

মাহবুব রেজওয়ান

সময়ের পরিক্রমায় এবং বিজ্ঞানের অগ্রগতিতে আজ আমরা আধুনিক ও সভ্য একটি সুন্দর পৃথিবীতে বাস করছি। কিন্তু সেই সাথে নতুন করে অনেক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে আমাদের। আমাদের আজকের পৃথিবীর একটি প্রধান সমস্যা হচ্ছে জলবায়ু পরিবর্তন। বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন বিগত কয়েক বছরে আমাদের বায়ুমণ্ডলে কার্বন- ডাই- অক্সাইডের পরিমান আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। সেই সাথে বৃদ্ধি পাচ্ছে পৃথিবীর তাপমাত্রা। যা আমাদের পৃথিবীর জন্য এক বড় হুমকি। এরই প্রেক্ষিতে জার্মান বিজ্ঞানীদের একটি দল শুষ্ক অঞ্চলে বৃক্ষরোপণের মাধ্যমে কার্বন- ডাই- অক্সাইডের পরিমান কমিয়ে ফেলা যায় কিনা, তা নিয়ে কাজ করে যাচ্ছেন।

বিজ্ঞানীদের এই দলটি এই বিষয়ে ইউরপিয়ান জিওসায়েন্স ইউনিয়ন (EGU) এ ‘আর্থ সিস্টেম ডাইনামিক্স’ (Earth System Dynamics) নামে একটি জার্নাল প্রকাশ করেছে। জার্নালটির লেখক ক্লাউস বেকার বলছেন, ” মানুষের নানা রকম কর্মকাণ্ডের কারনে যে পরিমান কার্বন- ডাই- অক্সাইড নির্গত হচ্ছে, সেটাই জলবায়ু পরিবর্তনের মূল কারন। carbon

বিজ্ঞানীদের দলটি পরীক্ষা করে দেখেছেন বায়ুমণ্ডল থেকে কার্বন নিষ্কাশনে সবচেয়ে কার্যকর হচ্ছে Jatropha curcas  প্রজাতির উদ্ভিদ। এই ছোট উদ্ভিদটি শুষ্ক এবং মরু অঞ্চলেও ভালভাবে বেঁচে থাকতে পারে। যেহেতু এই গাছটির জন্য অল্প পরিমান পানিরও প্রয়োজন হয়, তাই সমুদ্র তীরবর্তী অলবনাক্ত অঞ্চলেও এই উদ্ভিদ রোপণ করা যেতে পারে। আরেকজন বিজ্ঞানী ভল্কার উলফমেয়ার বলেন, ” আমার জানামতে এই প্রথমবারে মতো যারা সেচ, পানির লবনাক্ততা, আবহাওয়া, বায়ুমণ্ডল, অর্থনীতি এবং প্রযুক্তি নিয়ে কাজ করেছেন তারা সবাই একসাথে এই প্রকল্পটি নিয়ে কাজ করছেন।” এই প্রকল্পটিতে তারা কম্পিউটারের বিভিন্ন মডেল নিয়ে কাজ করেছেন। তাছাড়াও, মিশর, ভারত এবং মাদাগাস্কারে Jatropha curcas প্রজাতির উদ্ভিদের চাষ করে সেখান থেকে বিভিন্ন তথ্য নিয়েও কাজ করেছেন। 

তাদের জার্নালে তারা খুবই গুরুত্তপূর্ণ একটি তথ্য প্রকাশ করেছেন। তারা তাদের জার্নাল ‘আর্থ সিস্টেম ডাইনামিক্স’ (Earth System Dynamics)  এ দেখিয়েছেন, এক হেক্টর জমিতে Jatropha curcas প্রতি বছর প্রায় ২৫ টন কার্বন- ডাই- অক্সাইড শুষে নিতে পারে এবং টানা ২০ বছর পর্যন্ত একই ভাবে Jatropha curcas কার্বন- ডাই- অক্সাইড শোষণ করতে পারে। তারা আরও দেখিয়েছেন জার্মানিতে একটি নির্দিষ্ট সময়ে যে পরিমান কার্বন- ডাই- অক্সাইড উৎপন্ন হয়, তা শোষণ করতে আরবের মরু অঞ্চলের মাত্র ৩ ভাগ এলাকায় Jatropha curcas প্রজাতির উদ্ভিদের সেই একই সময়ের প্রয়োজন। 

এনভাইরনমেন্টমুভ ডটকম ডেস্ক

২০/০৮/২০১৩


আরো দেখান

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics