কুকুরের লেজ রহস্য !!!!!
রাযীন আশরাফ
২০০৭ সালে ইতালিয়ান গবেষকরা এক প্রতিবেদন প্রকাশ করেন যাতে বলা হয়েছিল কুকুরের লেজ নাড়ানোর কিছু তাৎপর্য রয়েছে। কুকুরের লেজ ডান দিকে নাড়ানো থেকে বুঝা যায় ইতিবাচক কোন আবেগ এবং বাম দিকে নাড়ানো থেকে না বোধক আবেগ আবেগ প্রকাশ করে।
এখন সেই একই গবেষক দল তাদের নতুন গবেষণা পত্রে আবার নতুন সব তথ্য নিয়ে হাজির হয়েছেন। গবেষক দলের মতে, কোন কুকুর যখন ভিডিও তে অন্য এক কুকুর কে দেখে তখন তার লেজ বাম দিকে নাড়ায় এবং চিন্তার সাথে তাকিয়ে থাকে যা তার হৃদয় স্পন্দন মাত্রা বা heart beat rate থেকে বুঝা যায়। আবার তার লেজ যখন ডান দিকে থাকে তখন কুকুরটি শান্ত হয়ে যায়।
গবেষণা পত্রটির লেখক এবং টরেন্টো বিশ্ববিদ্যালয়ের স্নায়ুবিজ্ঞানী জিয়রজিও ভালরতিগারার মতে, কুকুরের মস্তিস্ক অনেকটা মানুষের মতই অনিয়মনিষ্ঠভাবে সজ্জিত। তিনি আরও বলেন, মস্তিষ্কটির কার্যকরীতা এমন যে ডান দিকের মস্তিস্কের সক্রিয়তার ফলে বাম দিকের কাজ করতে পারে, ঠিক একই ভাবে বাম দিকের মস্তিস্কের সক্রিয়তার ফলে ডান দিকের কাজ করতে পারে এবং এরা আভাবেই পরিপূরক হিসেবে কাজ করে।
কিন্তু কুকুর যখন অন্য আরেকটি কুকুরের সাথে যোগাযোগ করে তখন তাদের লেজ নাড়ায় না। ডঃ ভয়ালরতিগারার মতে এটি মস্তিস্কের অনিয়মিত গঠনের ফলে এমনটি হয়। এই গবেষণা করতে তাদের প্রায় ৫ বছর সময় লেগেছে।