গুগলের নতুন সেবাঃ গুগল আর্থে দেখা যাবে তাপমাত্রা
গুগল আর্থে সংযোজিত হয়েছে নতুন এক সেবা। এখন থেকে গুগল আর্থে পৃথিবীর যেকোনো অঞ্চলের ম্যাপ দেখার পাশাপাশি সেই অঞ্চলের আবহাওয়ার তাপমাত্রাও জানা সম্ভব হবে। গত ৭ ফেব্রুয়ারি থেকে গুগল বিশ্বের সব’কটি অঞ্চলের জন্য এই তাপমাত্রা সুবিধা যোগ করেছে।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব এংলিয়ার একদল গবেষক দীর্ঘ গবেষণার পর ১৮৫০ সাল থেকে এ পর্যন্ত আবহাওয়া ও তাপমাত্রার পরিসংখ্যান বিশ্লেষণ করে তাপমাত্রা পরিমাপের এ পদ্ধতি আবিস্কার করেছেন।
গুগল আর্থ-এর পদ্ধতি দেখায় কিভাবে বিশ্ব প্রতি ৫ ডিগ্রি অক্ষাংশ ও দ্রাঘিমায় গ্রিড বক্সে তাপমাত্রার পার্থক্য তৈরি হচ্ছে ।বাক্সগুলো বিষুবরেখার বরাবর ৫৫০ কিমি. প্রশস্ত,যা উত্তর এবং দক্ষি মেরুর দিকে ক্রমশ সরু হয়ে গেছে।এর লাল এবং সবুজ চেকবোর্ডগুলো পৃথিবীর অনেকাংশ জুড়েই রয়েছে । যা বিভিন্ন অঞ্চল নির্দেশ করে যেখানে অনেক তথ্য রয়েছে। মাত্র একটি ক্লিকের মাধ্যমে যেকোন এলাকার বার্ষিক তাপমাত্রার সাথে সাথে অনেক তথ্য ডাউনলোডের লিঙ্ক পাওয়া যাবে।
গবেষক দলের প্রধান ডঃ ওসবর্ন বলেন “এইসব তথ্যমালা প্রতি মাসে গোটা পৃথিবীর ৬০০০ আবহাওয়া কেন্দ্রের রেকর্ড সংগ্রহ করবে –যার মধ্যেকিছু ১৫০ বছরের পুরোনো থাকবে। আমরা মানুষকে উৎসাহ দেই যাতে অস্বাভাবিক কিছু দেখলে আমাদের সতর্ক করে। “এখানেও কিছু ফাঁক রয়ে গেছে,এর কারণ প্রত্যন্ত অঞ্চলে যেমন সাহারায় কোন আবহাওয়া কেন্দ্র নেই। ব্যবহারকারীরা এটাও খেয়াল করবেন যে কিছু আবহাওয়া কেন্দ্র পুরোপুরি সঠিক নয়। এর কারণ আমাদের কাছে যেসকল তথ্য আছে প্রতি কেন্দ্রের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ অত্যন্ত ক্ষুদ্র থেকে ১ ডেসিমাল। তাই কেন্দ্র নির্দেশক প্রকৃত স্থান থেকে কয়েক কিমি. দূরে দেখতে পাবেন ব্যবহারকারীরা।
তবে, গবেষক দল আশাবাদী এই সেবার মাধ্যমে ব্যাপক জনগোষ্ঠী সম্পন্ন এলাকায় উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করা আগের থেকে আরও সহজ হবে। তাছাড়া, এ প্রযুক্তির আরও উন্নতিকল্পে তাঁরা কাজ করে যাবেন বলেও জানান দলের মুখপাত্র।
সজীব বর্মণ
clickgreen.org & sciencedaily.com থেকে আংশিক অনূদিত