ঘোষিত হলো গ্রিন এক্সপ্লোর সোসাইটির তৃতীয় কার্যনির্বাহী কমিটি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি ও পরিবেশ বিষয়ক একমাত্র সংগঠন গ্রিন এক্সপ্লোর সোসাইটির তৃতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ডি এর ১০০১ নং কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির নতুন কার্যনির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণ করে। এ সময় উপস্থিত ছিলেন গ্রিন এক্সপ্লোর সোসাইটির সম্মানিত উপদেষ্টা শাবিপ্রবির লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জনাব মাহমুদ হাসান, গ্রিন এক্সপ্লোর সোসাইটির প্রতিষ্ঠাকালীন সভাপতি জনাব মেহেদি হাসান ও বিদায়ী দ্বিতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

তৃতীয় কার্যনির্বাহী কমিটিতে সভাপতির দায়িত্বে রয়েছেন বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষ ১ম সেমিস্টারের শিক্ষার্থী হাসান আহমেদ এবং সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন পুর ও পরিবেশ কৌশল বিভাগের ৪র্থ বর্ষ ১ম সেমিস্টারের শিক্ষার্থী মোহাম্মদ রিদওয়ান চৌধুরী।m_IMG_3218

অন্যান্য কার্যনির্বাহী সদস্যদের মধ্যে আছেন সহ-সভাপতি পদে সিভিল অ্যান্ড এনভাইরনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষ ১ম সেমিস্টারের শিক্ষার্থী আশিকুর রহমান ,সহ-সাধারণ সম্পাদক পদে ফরেস্টি অ্যান্ড এনভাইরনমেন্টাল সাইন্স বিভাগের ৪র্থ বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থী সম্পাদকসুদীপ্তা সিনহা , সাংগঠনিক সম্পাদক পদে সিভিল অ্যান্ড এনভাইরনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষ ১ম সেমিস্টারের মোহাম্মদ মেহেদী হাসান , কোষাধ্যক্ষ পদে জিওগ্রাফি অ্যান্ড এনভাইরনমেন্ট বিভাগের ২য় বর্ষ ১ম সেমিস্টারের শিক্ষার্থী মোঃ সুলতান মাহমুদ শোভন, সহ কোষাধ্যক্ষ পদে জিওগ্রাফি অ্যান্ড এনভাইরনমেন্ট বিভাগের ২য় বর্ষ ১ম সেমিস্টারের শিক্ষার্থী তাসফিয়া শহীদ, প্রকাশনা সম্পাদক পদে ফরেস্টি অ্যান্ড এনভাইরনমেন্টাল সাইন্স বিভাগের ৩য় বর্ষ ১ম সেমিস্টারের শিক্ষার্থী অরচিশমান দত্ত, সহ-প্রকাশনা সম্পাদক পদে জিওগ্রাফি অ্যান্ড এনভাইরনমেন্ট বিভাগের ২য় বর্ষ ১ম সেমিস্টারের শিক্ষার্থী দোলন দাশ দোলা, দপ্তর সম্পাদক পদে জিওগ্রাফি অ্যান্ড এনভাইরনমেন্ট বিভাগের ২য় বর্ষ ১ম সেমিস্টারের শিক্ষার্থী নুসরাত জাহান, প্রচার সম্পাদক পদে ফরেস্টি অ্যান্ড এনভাইরনমেন্টাল সাইন্স বিভাগের ৩য় বর্ষ ১ম সেমিস্টারের শিক্ষার্থী শুভ দেবনাথ, সহ-প্রচার সম্পাদক পদে জিওগ্রাফি অ্যান্ড এনভাইরনমেন্ট বিভাগের ২য় বর্ষ ১ম সেমিস্টারের শিক্ষার্থী তারিক আহমেদ অনিক, এবং নির্বাহী সদস্য পদে আছেন পদে কেমিস্ট্রি বিভাগের ২য় বর্ষ ১ম সেমিস্টারের শিক্ষার্থী অর্ণব দেব, ফরেস্টি অ্যান্ড এনভাইরনমেন্টাল সাইন্স বিভাগের ২য় বর্ষ ১ম সেমিস্টারের শিক্ষার্থী বাদশা ফয়সাল, ও ফরেস্টি অ্যান্ড এনভাইরনমেন্টাল সাইন্স বিভাগের ৩য় বর্ষ ১ম সেমিস্টারের শিক্ষার্থী সুব্রত বর্ধন।Green Explore Society LOGO

গ্রিন এক্সপ্লোর সোসাইটির গবেষণা পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষ ২য় সেমিস্টারের মাসুম বিল্লাহ। একই সাথে গবেষণা পরিষদের অন্যান্য সদস্যরা হলেন তন্ময় দাশ, আকিব হাসান মুন, মোঃ শামীম রেজা সাইমুন এবং মুন্তাসির শামীম।

কার্যনির্বাহী কমিটি ও গবেষণা পরিষদের বাইরে গ্রিন এক্সপ্লোর সোসাইটির সদ্য চালু হওয়া প্রকৃতি বিষয়ক ভিডিওগ্রাফি উইং  জি-স্টুডিওর প্রধান হিসেবে আছেন কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি আশিকুর রহমান এবং এবং এই উইং এর একমাত্র সদস্য হলেন মেহেদী হাসান মজুমদার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics